ঝিনাইদহে ৪০ দিন মসজিদে নামাজ আদায়, বাইসাইকেল পেলেন ৫ শিক্ষার্থী

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ 

শনিবার, ২৬ জুলাই ২০২৫ , ১০:৪৭ এএম


ঝিনাইদহে ৪০ দিন মসজিদে নামাজ পড়ে বাইসাইকেল পেল ৫ শিক্ষার্থী
ছবি: সংগৃহীত

ঝিনাইদহে ২০০ ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করে নতুন বাইসাইকেল উপহার পেয়েছে ৫ শিক্ষার্থী। ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামের সায়াদাতিয়া বায়তুল মা’মুর জামে মসজিদ কমিটির উদ্যোগে খুদে শিক্ষার্থীদের মাঝে এসব বাইসাইকেল বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

শুক্রবার দুপুরে (২৫ জুলাই) ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামের জামে মসজিদ প্রাঙ্গণে এসব বাইসাইকেল উপহার হিসেবে বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, শিশু কিশোরদের অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে এবং নামাজের প্রতি আগ্রহী করে তুলতে এই ব্যতিক্রমী উদ্যোগ নেয় মসজিদ কমিটি। দেশের প্রতিটি এলাকায় এ ধরণের উদ্যোগ নেয়া হলে শিশু-কিশোরদের মাঝে ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার ঘটবে বলেও জানান এলাকাবাসী। মসজিদে নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পাওয়ায় খুশি খুদে শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

সায়াদাতিয়া বায়তুল মা’মুর জামে মসজিদের সাধারণ সম্পাদক সাকিব মোহাম্মদ আল হাসান বলেন, শিশু কিশোররা মোবাইল ফোন ও মাদকে আসক্ত হয়ে যাচ্ছে। আমরা এলাকার কিশোরদের মাদক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে এই উদ্যোগ নিই। অনেক শিক্ষার্থী উপহার পেয়েছেন। তারা খুশি। শিশু কিশোরদের ধর্মীয় নৈতিক শিক্ষায় আগ্রহী করা গেলে সমাজটা সুন্দরভাবে গড়ে তোলা যাবে।

বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে আরও ১০ জন কিশোর ও বয়স্ক মুসল্লীর মাঝে জায়নামাজ, টুপি ও মেসওয়াক উপহার দেয়া হয়।

আরটিভি/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission