মুন্সীগঞ্জের সিরাজদিখানে ২৪ দিনের এক নবজাতক শিশুকে পুকুরে ফেলে হত্যার অভিযোগ উঠেছে তার মা সারথী মণ্ডল (৩৭) বিরুদ্ধে।
শুক্রবার (২৫ জুলাই) ভোর পৌনে ৫টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের শুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নবজাতকের নাম শবিক মণ্ডল। প্রায় ৫ ঘণ্টা পর স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির বাবা দিনেশ মণ্ডল (৪৪) জানান, তাদের তৃতীয় সন্তানটি কিছুদিন আগে জন্ম নেয়। বড় ছেলে ও মেয়ের পর সদ্যজাত এই পুত্রসন্তানকে নিয়ে স্ত্রী সারথী মণ্ডল তার বাবার বাড়ি শুলপুরে ছিলেন। শুক্রবার ভোররাতে শিশুটিকে কোথাও খুঁজে না পেয়ে বাড়ির লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েন। আমার স্ত্রী মানসিক সমস্যায় ভুগছে। আমি সন্দেহ করছি, সেই আমার ছেলেকে পানিতে ফেলে হত্যা করেছে। তার মুখেই শুনেছি, সে বলেছে বাচ্চা আমার হাত থেকে কেমন করে যেন হারিয়ে গেছে। এরপর আর কিছু বলতে পারেনি।
পরিবারের সদস্যরা জানায়, শিশুটি ভোর চারটার পর থেকে নিখোঁজ ছিল। খবর পেয়ে দিনেশ মণ্ডল ও তার আত্মীয়রা শুলপুরে ছুটে যান সকাল সাড়ে ছয়টার দিকে। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরের ধারে শিশুর ব্যবহৃত কাঁথা দেখতে পেয়ে পুকুরের দিকে অনুসন্ধান চালানো হয়। অবশেষে সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে পুকুর থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়।
শিশুটিকে দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মুনিয়া আক্তার জানান, শিশুটি অনেক আগেই মারা গেছে।
শ্রীনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান জানান, ঘটনাস্থল যেহেতু সিরাজদিখানে, তাই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে সেখানকার থানা পুলিশ। তবে শিশুটির মরদেহ শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনায় আমরা প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করছি।
সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান জানান, ঘটনাটি সম্পর্কে আমরা অবগত হয়েছি। ধারণা করা হচ্ছে, শিশুটির মা মানসিকভাবে অসুস্থ। বর্তমানে সারথী মণ্ডল আমাদের হেফাজতে রয়েছেন এবং আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি।
আরটিভি/এএএ