নাজুক রাষ্ট্র ব্যবস্থাকে উন্নত করাই এনসিপির মূল লক্ষ্য: নাহিদ ইসলাম

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২৫ জুলাই ২০২৫ , ০৪:৫৩ পিএম


নাজুক রাষ্ট্র ব্যবস্থাকে উন্নত করাই এনসিপির মূল লক্ষ্য: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

নাজুক রাষ্ট্র ব্যবস্থাকে উন্নত করাই এনসিপির মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বিজ্ঞাপন

শুক্রবার (২৫ জুলাই) দুপুরে সুনামগঞ্জে পদযাত্রা শেষে শহরের আলফাত স্কয়ার পয়েন্টে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, দেশের পরিবহন ব্যবস্থাসহ অন্য সব সেবা খুবই নাজুক, যা পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অর্জন। সেই নাজুক রাষ্ট্র ব্যবস্থাকে উন্নত করাই মূল লক্ষ্য এনসিপির।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এই সরকারকে দ্রুত জুলাই সনদ ঘোষণা করতে হবে। আগামী ৩ আগস্ট জুলাই সনদ আদায় করা হবে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই আহ্বায়ক বলেন, মুজিববাদ মানে একদলীয় শাসনব্যবস্থা, লুটপাট, দুর্নীতি, ইসলাম বিদ্বেষ, সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখল, দেশ ভারতের কাছে বর্গা দেওয়ার রাজনীতি। সেজন্য মুজিববাদের হাত থেকে মুক্তিযুদ্ধের আদর্শ রক্ষা করতে হবে।

তিনি বলেন, মুজিববাদের বিরুদ্ধে দেশের মানুষকে রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। যাতে মুজিববাদ এই দেশে আর মাথা তুলে দাঁড়াতে না পারে।

বিজ্ঞাপন

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission