সাগরে ভাসতে থাকা ১৪ জেলেসহ মাছধরা ট্রলার উদ্ধার 

হাতিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ 

শুক্রবার, ২৫ জুলাই ২০২৫ , ১১:৩৬ এএম


সাগরে ভাসতে থাকা ১৪ জেলেসহ মাছধরা ট্রলার উদ্ধার 
ছবি: আরটিভি

নোয়াখালী হাতিয়ায় ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকা ১৪ জেলেসহ একটি মাছধরার ট্রলার উদ্ধার করেছে কোস্টগার্ড।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে উদ্ধার হওয়া জেলেদের উপজেলার সূর্যমুখী ঘাটে পৌঁছে দেওয়া হয়।

কোস্টগার্ড জানায়, এফবি জামিলা নামে ট্রলারটি ১৯ জুলাই চট্টগ্রামের ফিশারি ঘাট থেকে সমুদ্রে মাছ শিকারে যায়। একদিন পরই ট্রলারের ইঞ্জিন বিকল হয়। মোবাইল নেটওয়ার্ক না থাকায় তারা তীরে যোগাযোগ করতে পারেনি। সমুদ্রে ভাসতে ভাসতে গতকাল তারা নেটওয়ার্ক পেয়ে ৯৯৯ ফোন দিয়ে সহযোগিতা চাই। পরে ৯৯৯ থেকে নির্দেশ পেয়ে হাতিয়া কোস্টগার্ড অনেক খোঁজাখুঁজি করে ট্রলারটিকে হাতিয়ার পূর্বে গাংগুরিয়ার চরের কাছ থেকে উদ্ধার করে। ট্রলারে থাকা ১৪ মাঝি মাল্লার মধ্যে একজন অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসা দেওয়া হয়। পরে ট্রলারটি টেনে এনে হাতিয়ার সূর্যমুখী ঘাটে পৌঁছে দেওয়া হয়।

বিজ্ঞাপন

এই বিষয়ে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার সিয়াম উল হক বলেন, উপকূলীয় এলাকায় সমুদ্রে বিপদে থাকা জেলেদের সহযোগিতা করতে কোস্টগার্ড সবসময় প্রস্তুত থাকে। এছাড়া যে কোনো ধরনের অপরাধ দমনে এই বাহিনীর সদস্যরা সবসময় অভিযান পরিচালনা করে থাকে। যা অব্যাহত থাকবে।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission