নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রমে ঘুষ বাণিজ্যের অভিযোগে ২ কর্মকর্তাকে স্থানীয় ছাত্র-জনতা অবরুদ্ধ করে পুলিশের হাতে তুলে দিয়েছে। বুধবার সিদ্ধিরগঞ্জ হীরাঝিল এলাকায় গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল ক্যাম্পাসে অস্থায়ী জরিপ কার্যালয়ে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. শাহীনুর আলম।
অভিযুক্তরা হলেন সহকারী সেটেলমেন্ট অফিসার মো. মহসিন আলী সরদার ও সার্ভেয়ার নজরুল ইসলাম সরকার।
স্থানীয়রা জানান, গত এক মাস ধরে চলা ভূমি জরিপ কার্যক্রমে নানা জটিলতা সৃষ্টি করে মোটা অংকের ঘুষ আদায় করছিলেন এ কর্মকর্তারা। এ নিয়ে ক্ষোভে ফুঁসছিল এলাকাবাসী। একপর্যায়ে বুধবার দুপুরে তাদের ঘুষ গ্রহণের সময় হাতেনাতে ধরে ফেলে স্থানীয় ছাত্রজনতা এবং প্রায় পাঁচ ঘণ্টা অবরুদ্ধ রাখে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মেহরাব হোসেন প্রভাত বলেন, ‘অনেকদিন ধরেই অভিযোগ আসছিল এখানে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। মানুষের ভোগান্তির কথা শুনে আমরা গিয়ে দুই কর্মকর্তাকে হাতে-নাতে ধরি।’
ডিজিটাল ভূমি জরিপের ঢাকা জোন প্রধান মাহমুদ জামান বলেন, ঘটনাটি শুনেছি। আমাদের পক্ষ থেকে লোক পাঠানো হয়েছে। কেউ আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেনি। তবে তদন্ত করে দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. শাহীনুর আলম বলেন, দুজনকে ছাত্ররা আমাদের কাছে দিয়েছে। একজনের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এমকে