চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় খাল থেকে আকতার বেগম (৩৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৯টায় উপজেলার ৩ নম্বর স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের বক্ষত্তোর এলাকার হাজীপাড়া কবরস্থানে পাশে চেঙখালী খাল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আকতার বেগম স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ফরিদুল্লাহবাড়ী গ্রামের আবুল হোসেনের মেয়ে।
আকতার বেগম দীর্ঘদিন ধরে মৃগীরোগী ও মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা যায়।
স্থানীয়রা জানান, সকালে স্থানীয় আতাহার আলী নামে এক ব্যাক্তি খালপাড় দিয়ে যাওয়ার সময় চেঙখালী খালের উত্তর পাশে ওই নারীর মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পারিবারিক সূত্র জানায়, গত চারদিন আগে আকতার বেগম বাড়ি থেকে বের হোন। এরপর দীর্ঘসময় পার হলেও তিনি ঘরে ফেরেননি। পরিবারের লোকজন সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করে তাকে পাননি। আজ খবর পেয়ে স্বজনরা থানায় গিয়ে মরদেহ শনাক্ত করেন।
রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শিফাতুল মাজদার বলেন, আকতার বেগম মানসিক ভারসাম্যহীন ও মৃগীরোগী ছিলেন। ধারণা করা হচ্ছে, এ রোগে আক্রান্ত হয়ে খালের পানিতে পড়ে যান। পরে আর উঠতে পারেননি। প্রাথমিকভাবে ওই নারীর শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জন্য মর্গে পাঠানো হয়েছে।
আরটিভি/এমকে