‘মব কালচার মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে রেখেছে’

মৌলভীবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ , ০৬:৫০ পিএম


‘মব কালচার মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে রেখেছে’
ছবি: আরটিভি

মব কালচার মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে মৌলভীবাজারের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে জেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়নের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

Moulvibazar_BNP-03

বিজ্ঞাপন

রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, অন্তর্বর্তী সরকারের অনেকেই নিজেদের লোক দিয়ে ফেসবুকে প্রচারণা চালাচ্ছেন, এ সরকারের ৪ থেকে ৫ বছর ক্ষমতায় থাকা উচিত। এর মাধ্যমে তারা গণতন্ত্রের ক্ষতি করছেন।

তিনি বলেন, মব কালচার মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে রেখেছে। কেউ অপরাধ করলে আইনের হাতে তুলে দিতে হবে।

গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার ঘটনা নিয়ে পুলিশি ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন রিজভী। তিনি বলেন, গত আন্দোলনের সময় বিএনপির নেতারা যখন আত্মগোপন করেছিলেন, পুলিশ তখন তাদের ধরতে গিয়ে যথাযথ ভূমিকা পালন করেছিল। আজ সেই পুলিশি সক্রিয়তা কোথায়?

বিজ্ঞাপন

Moulvibazar_BNP-02

বিজ্ঞাপন

রুহুল কবির রিজভী বলেন, সংবিধানে এ বিধানও থাকা দরকার যে কারা কমিশনার নিযুক্ত হবেন। তাদের নিরপেক্ষতা যে অক্ষুণ্ন থাকে। যে চেতনায় তারা বিশ্বাসী হোক যেন আল্লাহকে ভয় পেয়ে নিরপেক্ষ দায়িত্ব পালন করেন। তার দল ও চেতনার ওপর যেন নির্ভর না হয়। এগুলো আমাদের বিবেচনায় নিয়ে কাজ করতে হবে।

এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুনের সভাপতিত্বে ও সদস্যসচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সহসাংগঠনিক মিফতাহ সিদ্দিকী, নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান, জাসাসের নির্বাহী কমিটির সদস্য সৈয়দ আশরাফুল মজিদ খোকন প্রমুখ।

আরটিভি/এমকে -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission