দেশে একটি নতুন সংবিধানের প্রয়োজন রয়েছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, মুজিববাদী সংবিধান যতদিন থাকবে, আওয়ামী লীগ বারবার ক্ষমতায় ফিরে আসবে।
বুধবার (২৩ জুলাই) রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ছাত্র-জনতার সঙ্গে এনসিপি কেন্দ্রীয় নেতাদের সালাম ও কুশল বিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
কসবার স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি আরও বলেন, মাইলস্টোন স্কুলের ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে নামলে আওয়ামী লীগ রাজনৈতিক সুযোগ নিতে রাজপথে নামে। আমরা গোপালগঞ্জ গেলে আমাদের ওপর হামলা হয়। এজন্যই বলছি দেশে একটি নতুন, জনগণের সংবিধান দরকার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় নেতা সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, সামান্তা পারভীন ও ডা. আশরাফ সুমন।
স্থানীয় পর্যায়ে উপস্থিত ছিলেন কসবা উপজেলা এনসিপি নেতা তানভীরুল ইসলাম শাহিন, কাজী মোশাহেদ উল্লাহসহ ছাত্র ও জনসমন্বয়ক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উল্লেখ্য, সারা দেশের মতো ব্রাহ্মণবাড়িয়াতেও অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’। বৃহস্পতিবার দুপুর ১২টায় শহরের জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চ ময়দানে কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে এ পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আরটিভি/এএএ