ময়মনসিংহে হট্টগোলে স্থগিত ওএমএসের ডিলার নিয়োগ

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ 

বুধবার, ২৩ জুলাই ২০২৫ , ১১:১৪ পিএম


ময়মনসিংহে হট্টগোলে স্থগিত ওএমএসের ডিলার নিয়োগ
ছবি: আরটিভি

ফ্যাসিবাদের অভিযোগে এক ঘণ্টা হট্টগোলের পর ময়মনসিংহ মহানগরীতে ওএমএস ডিলার নিয়োগ লটারি কার্যক্রম স্থগিত করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৩ জুলাই) দুপুর একটায় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের উদ্যোগে নগরের তারেক স্মৃতি অডিটোরিয়ামে ওএমএস এর ডিলার নিয়োগ লটারি কার্যক্রমের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারীরা দুপুর ১২টা থেকেই টাউন হলে জড়ো হতে থাকেন। একটার দিকে মঞ্চে বিভাগীয় কমিশনার, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক, জেলা খাদ্য নিয়ন্ত্রকসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা আসলে। ভুয়া ভুয়া স্লোগানে হট্টগোল শুরু করেন আবেদনকারীরা।

সরকারি কর্মকর্তারা লটারির নামে কৌশলে ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের চেষ্টা করছে এমন অভিযোগে বিএনপি সমর্থিত ডিলারশীপ আবেদনকারীরা একটা থেকে দুইটা পর্যন্ত অডিটোরিয়ামের ভেতর ও বাহিরে হট্টগোল শুরু করেন। এ সময় বিভাগীয় কমিশনারসহ অন্যান্য কর্মকর্তারা হট্টগোলকারীদের বুঝানোর চেষ্টা করেন, তাতেও তারা কোনো কর্ণপাত না করায় লটারি কার্যক্রম স্থগিত করেন।

বিজ্ঞাপন

ওএমএসের ডিলারশীপ পেতে আবেদনকারী বিএনপি নেত্রী মাহমুদা আক্তার মলি বলেন, ডিলার নিয়োগে বিগত সময় আমরা কোন লটারি প্রক্রিয়া দেখি নাই। এবছর কেন লটারির ব্যবস্থা করা হয়েছে আমরা এর জবাব চাই। লটারির ব্যবস্থা করায় আওয়ামী লীগের দোসর ও তাদের স্বজনরা একাধিক আবেদন করেছেন; এতে তাদেরই পাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা এমন লটারি চাই না।

মহানগর বিএনপি নেতা টুটুল ওয়াহিদ বলেন, ফ্যাসিবাদের সময় যারা খাদ্য বিভাগ নিয়ন্ত্রণ করতেন তারাই লটারির আয়োজন করেছেন। এতে বিষয়টি স্পষ্ট যে আওয়ামী লীগের দোসররাই সুযোগ পাবে। এটা প্রশাসনের একটি কৌশল। তাই আমরা হট্টগোল করলে লটারি কার্যক্রম স্থগিত হয়।

জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদের বলেন, হট্টগোলের কারণে লটারির মাধ্যমে ডিলার নিয়োগ কার্যক্রম স্থগিত করা হয়েছে। পুরাতন ডিলার যারা রয়েছে আগামীকাল বৃহস্পতিবার থেকে তারা পণ্য বিক্রি করবে না সেই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিজ্ঞাপন

এতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দ্রুত বিষয়টি সমাধান করে নতুন ডিলার নিয়োগের মাধ্যমে কার্যক্রম শুরু করা হবে।

বিজ্ঞাপন

এ বিষয়ে বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ বলেন, দেশের অন্যান্য বিভাগে লটারির মাধ্যমে ডিলার নিয়োগ হয়েছে। সবশেষ আমরা স্বচ্ছভাবে ডিলার নিয়োগের জন্য লটারির আয়োজন করেছি। এর আগে আওয়ামী লীগের কোনো দোসর যেন আবেদন করতে না পারে সে জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। কিন্তু যখন লটারি কার্যক্রম শুরু করব তখন আবেদনকারীরা হট্টগোল শুরু করে। তাদের থামানোর চেষ্টা করলেও থামেনি। তাই কার্যক্রম বন্ধ ঘোষণা করেছি।

ময়মনসিংহ নগরীর ৩৩টি ওয়ার্ডে ওএমএস ডিলার ছিল ৫৩ জন। ৫ আগস্টের পর অনুপস্থিত ১৬ জন ডিলারকে বাতিল করা হয় কার্যক্রম থেকে। ৩৭ জন ডিলার দিয়ে চলছে কার্যক্রম।

প্রভা এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী শওকত আলী বলেন, ৩২ নম্বর ওয়ার্ড থেকে দীর্ঘদিন ধরে সুনামের সহিত চাল আটা বিক্রি করে আসছি। আমি কোন দলের সঙ্গে জড়িত নই। কিন্তু আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও বর্তমান প্রশাসন আমাদের বাদ দিয়ে লটারির মাধ্যমে নতুন ডিলার নিয়োগের পায়তারা করছে। আমাদের কার্যক্রম স্থগিত রাখতে বলা হয়েছে। এতে করে সুবিধাভোগীরা ভোগান্তির মধ্যে পড়বে।

আরটিভি/এএএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission