দেশে গতানুগতিক ও লোক দেখানোর জন্য যে তদন্ত হচ্ছে, তা আমরা চাই না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
বুধবার (২৩ জুলাই) সকালে চাঁদপুর সার্কিট হাউসে শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সারজিস আলম বলেন, দেশে গতানুগতিক ও লোক দেখানোর জন্য যে তদন্ত হচ্ছে, তা আমরা চাই না। খুনি হাসিনা ও তার দোসররা লুটপাট করে প্রত্যেক সেক্টরকে শূন্য করে দিয়েছে। এগুলো তদন্ত করে বের করতে হবে। নতুন আরেক জুলাই এসেছে কিন্তু আমরা কোনো বিচার লক্ষ্য করছি না।
তিনি বলেন, এখন পর্যন্ত যতটুকু বিচার অগ্রগতি হওয়া দরকার তা আমরা লক্ষ্য করছি না। ঘটনার সঙ্গে দায়ী, নির্দেশ ও বাস্তবায়নের সঙ্গে যারা ছিল, এই গণহত্যা কাণ্ডের সঙ্গে ছিল, তাদের দৃশ্যমান বিচার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার অন্য কিছু যেন চিন্তা না করে।
এ সময় এনসিপি মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসানাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুউদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
আরটিভি/এমকে