নিরাপত্তা প্রহরীর কক্ষে মিলল বিপুল পরিমাণ মদ

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২৩ জুলাই ২০২৫ , ১১:৫১ এএম


নিরাপত্তা প্রহরীর কক্ষে মিলল বিপুল পরিমাণ মদ
ছবি: আরটিভি

পঞ্চগড় শহরের পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের নিরাপত্তা প্রহরীর কক্ষ থেকে ২৪ বোতল দেশীয় মদ উদ্ধার করেছে সেনাবাহিনী। সোমবার রাতে শহরের ধাক্কামারা এলাকায় স্কুলের ক্যাম্পাসে এ মাদক উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বুধবার (২৩) এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোর্শেদ আল হক।

অভিযানের সময় জাহিদুল ইসলাম বাবু (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হলেও নিরাপত্তা প্রহরী আইয়ূব আলী পালিয়ে গেছেন। 

বিজ্ঞাপন

জানা যায়, জাহিদুলের বাড়ি জেলা শহরের কায়েত পাড়া এলাকায়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী, পৌর খালপাড়া এলাকায় একটি বাসা থেকে ইনজেকশন জাতীয় মাদক প্যাথারিন ৪৯ পিস, বিভিন্ন ব্যান্ডের বাটন মোবাইল ২৩টি এবং অ্যান্ড্রয়েড ফোন ৪টি উদ্ধার, নগদ ৪ হাজার টাকা জব্দ করা হয়। 

224444

রাতেই আটক হওয়া মাদক ব্যবসায়ী জাহিদুলকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। থানা পুলিশ বলছে, আটক জাহিদুলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণসহ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোর্শেদ আল হক বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের নিরাপত্তা প্রহরীর কক্ষ থেকে দেশীয় মদ উদ্ধার করা হয়। একই সময় একজনকে আটক করা হয়।

বিজ্ঞাপন

আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission