ঘনবর্ষা ও ভ্যাপসা গরমের মধ্যেও দেখা মিলল কুয়াশার

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২৩ জুলাই ২০২৫ , ০৯:২৮ এএম


ঘনবর্ষা ও ভ্যাপসা গরমের মধ্যেও দেখা মিলল কুয়াশার
ছবি: আরটিভি

পঞ্চগড়ে বর্ষার সকালে দেখা মিলেছে ঘন কুয়াশার। গত ৫০ বছরেও এমন দিনে কুয়াশার দেখা মেলেনি বলে জানিয়েছেন স্থানীয় বয়োবৃদ্ধরা। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পড়ছে বলে মনে করছেন অনেকে। ভোর থেকে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। ভ্যাপসা গরম রয়েছে পঞ্চগড়ের আবহাওয়ায়। দিনের বেলায় ৩২ থেকে ৩৫ ডিগ্রি এবং রাতের বেলায় ২৫ থেকে ২৭ ডিগ্রিতে উঠানামা করছে তাপমাত্রা। 

বিজ্ঞাপন

বুধবার (২৩ জুলাই) সকাল ৬টায় সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। 

সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সকালের কুয়াশায় ঘাস ও ক্ষেতের ওপর শিশির বিন্দুতে শীতকালের আবহ দেখে অবাক হয়েছেন পঞ্চগড়ের স্থানীয় বাসিন্দারা। সেই সঙ্গে অন্যরকম সকাল উপভোগ করেছেন তারা। তবে সকাল আটটার পর ঝলমলে রোদের দেখা মিলেছে। সেই সঙ্গে তাপমাত্রা বেড়ে গিয়ে বেশ গরম অনুভূত হচ্ছে উত্তরের এ জেলায়।

বিজ্ঞাপন

45541444

পঞ্চগড় পৌরসভার নিমনগড় গ্রামের বাসিন্দা নিশাত জানান, প্রতিদিনের মতো সকালে বাড়ি থেকে বের হয়ে দেখি চারদিক কুয়াশায় ঢেকে গেছে। গাড়িগুলো হেডলাইট জ্বালিয়ে চলছে অথচ ভ্যাপসা গরমও রয়েছে। বর্ষাকালে এমন কুয়াশা আগে চোখে পড়েনি।

তেঁতুলিয়া প্রথম শ্রেণি আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক রোকনুজ্জামান বলেন, রাতের তাপমাত্রা কমে গেছে এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেছে। সেই সঙ্গে জলীয় বাষ্প ঘনিভূত হয়ে ক্ষুদ্র জলকণা কুয়াশা হিসেবে দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission