চাঁদপুরে এনসিপির পদযাত্রা বুধবার

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ  

মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ , ১১:১৩ পিএম


চাঁদপুরে এনসিপির পদযাত্রা বুধবার
ছবি: আরটিভি

রাষ্ট্রীয় শোক পালন শেষে বুধবার (২৩ জুলাই) আবারও চাঁদপুর থেকে পদযাত্রা শুরু করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এরই ধারাবাহিকতায় এ দিন বেলা ১১টার দিকে চাঁদপুর বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. মাহাবুব আলম।

এতে বলা হয়, এই পদযাত্রা চাঁদপুরবাসীর জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত তৈরি করতে যাচ্ছে, যা আগামী দিনের চাঁদপুর গঠনের স্বপ্নকে জাগিয়ে তুলবে।

বিজ্ঞাপন

চাঁদপুরে অনুষ্ঠানের সূচির মধ্যে রয়েছে সকাল ৯টায় সার্কিট হাউসে শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। বেলা ১১টায় বাসস্ট্যান্ডে পথসভা ও পদযাত্রার সূচনা, দুপুর ১টায় হাজীগঞ্জে শহীদ আজাদ চত্বরের উদ্বোধন। দুপুর ২টায় শাহরাস্তির দোয়াভাঙ্গায় পদযাত্রার মধ্য দিয়ে শেষ হবে চাঁদপুরের কর্মসূচি।

পদযাত্রায় উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, তাসনিম জারা, সামান্তা শারমিনসহ কেন্দ্রীয় নেতারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মোহাম্মদ মিরাজ মিয়া, যুগ্ম সদস্য সচিব ইশরাত জাহান বিন্দু, এনসিপি যুব শক্তির সংগঠক মেহেদী হাসান তানিম, এনসিপি চাঁদপুর জেলার যুগ্ম সমন্বয়ক তামিম খান, যুগ্ম সমন্বয় মুফতি মাহমুদুল হাসান প্রমুখ। এ ছাড়াও বিভিন্ন প্রেস ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

বিজ্ঞাপন

আরটিভি/এএএ  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission