খাগড়াছড়ির মাটিরাঙ্গার সীমান্তবর্তী তং এলাকায় বিজিবি ও ইউপিডিএফের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। রোববার (২০ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
এ সময় ২টি রাইফেল, ১টি পিস্তল, ১টি শটগান ও ১৬টি গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড পুলিশ (বিজিবি)।
বিজিবি জানিয়েছে, গতকাল রাতে ওই এলাকায় আঞ্চলিক দল ইউপিডিএফের (প্রসীত) সঙ্গে বিজিবির টহল দলের সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটে। এরপর ইউপিডিএফ সদস্যরা এসব অস্ত্র-গুলি রেখে পালিয়ে গেছেন।
বিজিবির যামিনী পাড়া জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন গোলাগুলি ও অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোলাগুলির এক পর্যায়ে ইউপিডিএফ সদস্যরা পালিয়ে যান। এ সময় আশপাশে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র-গুলি উদ্ধার হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
আরটিভি/এমএ