কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। হ্রদের পানি বৃদ্ধিতে কেন্দ্রের ৫টি ইউনিট সচল থাকায় রোববার রাত পর্যন্ত কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।
সোমবার (২১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।
তিনি জানান, রোববার রাত পর্যন্ত এই কেন্দ্রের ৫টি ইউনিট থেকে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে ২২০ মেগাওয়াট। তার মধ্যে ১ ও ২ নম্বর ইউনিট থেকে প্রতিটিতে ৪৬ মেগাওয়াট করে ৯২ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিট থেকে ৪৮ মেগাওয়াট এবং ৪, ৫ নম্বর ইউনিট থেকে প্রতিটিতে ৪০ মেগাওয়াট করে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। যা কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে।
তিনি আরও জানান, এরআগে চলতি বছরে প্রথমবারের মতো গত ১৪ জুলাই রাত পর্যন্ত এই কেন্দ্রের ৫টি ইউনিট চালু করার পর সর্বোচ্চ ২১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল। কাপ্তাই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৪২ মেগাওয়াট।
এদিকে কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুমে দায়িত্বরত প্রকৌশলীরা জানান, রোববার রাত ৮টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির লেভেল ছিল ৯৮ দশমিক ৭৮ ফুট মীনস সি লেভেল। রুলকার্ভ অনুযায়ী এ সময় হ্রদের পানি থাকার কথা ৮৭.০৪ ফুট মীনস সি লেভেল। কাপ্তাই হ্রদের পানির সর্বোচ্চ ধারণ ক্ষমতা ১০৮ ফুট মিনস সি লেভেল।
২৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন এই কেন্দ্রে ৫টি ইউনিট পানি সংকটের কারণে একসাথে চালু করা সম্ভব হতো না। চলতি বছরের মে মাসের শেষের দিকে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধিতে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধির ফলে গত ২ জুন থেকে এই কেন্দ্রের ৪টি ইউনিট চালু করা হলেও গত ৯ জুলাই রাত ৮টায় একযোগে চালু করা হয়েছিল ৫টি ইউনিট, সেদিন বিদ্যুৎ উৎপাদন হয়েছিল ২১২ মেগাওয়াট। আবার গত ১৪ জুলাই ৫টি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন হয়েছে ২১৮ মেগাওয়াট আর রোববার রাতে বিদ্যুৎ উৎপাদন বেড়ে হয়েছে ২২০ মেগাওয়াট। যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ।
আরটিভি/এমএ