মুন্সিগঞ্জ হিমাগারে আলুর বস্তা সংরক্ষণ ভাড়া কমানোর দাবিতে জেলার আলু চাষি, আড়তদার ও স্থানীয় এলাকাবাসী মানববন্ধন করেছেন।
সোমবার (২১ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বেতকা বাজারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
এ সময় বক্তারা বলেন, এমনিতেই এই মৌসুমে আলুর দাম কম তার উপর হিমাগারের ভাড়া অযৌক্তিক ভাবে বাড়িয়ে দিয়েছে এতে আমাদের দেশের কৃষকরা মারাত্মক ক্ষতিতে পরেছেন। এইবছর প্রতি কজি আলুতে ৩০ থেকে ৪০ টাকা খরচ হয়েছে অথচ এখন বাজারে ৬ থেকে ৭ টাকায় বিক্রি করতে হচ্ছে। এতে লোকসানের উপর লোকসান গুনতে হচ্ছে। হিমাগারের বাড়তি ভাড়া বাতিল করে আগের ভাড়া বহালের দাবী জানান মানববন্ধনকারীরা।
এ সময় উপস্থিত বেতকা বাজারের আড়তদার হাজী নুরে আলম বেপারী, হাজী হাবিবুর রহমান হবি, আহসান উল্লাহ ঢালী, বেতকা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রউফ খানসহ স্থানীয় দুই শতাধিক কৃষক।
আরটিভি/এমএ