রংপুরের সিও বাজারে ফিলিং স্টেশনের একটি এলপিজি ট্যাংক বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন।
শনিবার (১৯ জুলাই) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক বাদশা মাসউদ আলম বলেন, স্টেশনটি মেরামতের জন্য বন্ধ ছিল। ট্যাংকে লিকেজ থাকায় অতিরিক্ত চাপের কারণে বিস্ফোরণ ঘটে। আহত ব্যক্তিদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্ফোরণে ফিলিং স্টেশনে থাকা বেশ কয়েকটি গাড়ি ও আশপাশের বাড়িঘরের জানালার কাচ ভেঙে গেছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, বিস্ফোরণে আহত একজন পুরুষ হাসপাতালে মারা গেছেন। তার নাম–পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।