পঞ্চগড় সীমান্তে ২৪ জনকে ঠেলে দিলো বিএসএফ

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ , ০৯:৩০ পিএম


পঞ্চগড় সীমান্তে ২৪ জনকে ঠেলে দিল বিএসএফ
ফাইল ছবি

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক পঞ্চগড়ের পৃথক দুইটি সীমান্ত দিয়ে আবারও পুশইনের ঘটনা ঘটেছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে পঞ্চগড় সদর থানা ও বোদা থানা কর্তৃপক্ষ গণমাধ্যমকর্মীদের কাছে বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, গত রাতে জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালেকাডাঙ্গা দাড়িয়ার মোড় সীমান্ত দিয়ে ৬ নারী, ৫ শিশু ও ৬ জন পুরুষ সহ মোট ১৭ জনকে রাতের আধারে পুশইন করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। পরে সীমান্তবর্তী এলাকায় ঘুরাঘুরি করতে দেখে তাদের আটক করে স্থানীয় ইউনিয়ন পরিষদে নিয়ে যায় স্থানীয়রা। 

বিজ্ঞাপন

পরে বিজিবি সদস্যরা খবর পেয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বোদা থানায় সোপর্দ করে। এ এলাকায় আটককৃতরা হলেন বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার আমতলি এলাকার তোতোম্বরের ছেলে জাহাঙ্গীর হোসেন (৫৫), তার স্ত্রী ‎রহিমা বেগম (৪৫) তাদের ছেলে ‎জিয়া (২৬), হিরা মিয়া(২০), জিয়ার স্ত্রী নাজমা বেগম (২১) তাদের মেয়ে আঁখি আক্তার (১০), ছেলে জাহানুর (২), একই এলাকার মোসলেম তালুকদারের ছেলে দ্বীন ইসলাম (৫০),তার স্ত্রী শিউলী বেগম (৪৩) তাদের ছেলে আল আমিন (২৮), আলাউদ্দিন (১০) মেয়ে জান্নাতি বেগম (১৭), খুশি খাতুন (৬) আশরাফ আলীর ছেলে জাহাঙ্গীর (৪৭) তার স্ত্রী হনুফা আক্তার, একই এলাকার মাহমুদের স্ত্রী হোসনে আরা বেগম (৪০) তার ছেলে সিফাত (৬)

অন্যদিকে প্রায় একই সময়ে সদর উপজেলার শিংরোড সীমান্ত দিয়ে ২ নারী, ৩ শিশু ও ২জন পুরুষ সহ আরও ৭ জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে পাঠায় বিএসএফ। পরে তাদের সীমান্ত এলাকা থেকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সদর থানায় সোপর্দ করে বিজিবি। 

এই এলাকায় আটককৃতরা হলেন—মৃত খাজা মোল্লার স্ত্রী আফসানা খাতুন (৪০), তার ছেলে রমজান মোল্লা (২৫), মেয়ে হাবিবা (১৩), মিনা (৫), রমজান মোল্লার স্ত্রী মাসুরা মোল্লা (২২) তাদের মেয়ে ছানিয়া (২) এবং মৃত আব্দুল্লাহর ছেলে আমির হোসেন। এদের প্রত্যেকের বাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলার মাদব পাশা এলাকায়। 

বিজ্ঞাপন

পঞ্চগড় সদর থানার আব্দুল্লাহিল জামান এবং বোদা থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দীন জানান, আটককৃতদের খোঁজ খবর নেওয়া হচ্ছে। সঠিক পরিচয় নিশ্চিত হয়ে তাদেরকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ  -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission