আওয়ামী লীগ বাংলাদেশকে বিভাজিত করেছে: নাহিদ

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ , ০৮:৩৪ পিএম


আওয়ামী লীগ বাংলাদেশকে বিভাজিত করেছে: নাহিদ
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ বাংলাদেশকে বিভাজিত করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় রাজবাড়ী শহরের এক নম্বর রেলগেট এলাকায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত্বরে আয়োজিত পথসভায় তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, আমরা আমাদের শত্রু চিহ্নিত করেছি ‘মুজিববাদ’। এই মুজিববাদী আদর্শ আওয়ামী লীগের গোড়া। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আওয়ামী লীগ বাংলাদেশকে বিভাজিত করেছে, বাংলাদেশের মানুষকে হত্যা করেছে, গুম-খুন সবকিছু করেছে এই মুজিববাদী আদর্শের মাধ্যমে। 

জাতীয় নাগরিক পার্টির এই আহ্বায়ক বলেন, মুজিববাদ ও মুক্তিযুদ্ধ কিন্তু এক জিনিস না। এই মুজিববাদীদের হাত থেকে আমাদের মুক্তিযুদ্ধকে রক্ষা করতে হবে, বাংলাদেশের জনগণকে রক্ষা করতে হবে, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হবে। 

তিনি বলেন, যারা বাংলাদেশকে দিল্লির হাতে তুলে দিয়ে তাবেদারি রাষ্ট্রে পরিণত করেছিল, তাদের হাত থেকে রক্ষা করে সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে।

বিজ্ঞাপন

এনসিপির এই নেতা বলেন, আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী সংগঠনও। তার থেকেও বড় বিষয় এরা ফ্যাসিস্ট মতাদর্শের। এই আদর্শকেও পরাস্ত করতে হবে। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, শুধু সাময়িকভাবে নিষিদ্ধ করেই আমরা আওয়ামী লীগের মোকাবিলা করতে পারব না। আওয়ামী লীগকে আমাদের আইনি, রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে মোকাবিলা করতে হবে।

এ সময় গোপালগেঞ্জ এনসিপির সমাবেশে হামলা প্রসঙ্গেও কথা বলেন নাহিদ।

তিনি বলেন, গোপালগঞ্জে আমাদের ওপর হামলা করে তারা ভেবেছিল পদযাত্রা শেষ হয়ে যাবে, ভেবেছিল আতঙ্ক তৈরি করবে সারাদেশে, এতে মানুষ আর আমাদের পদযাত্রায়-পথসভায় আসবে না। তারা যদি সশস্ত্র কায়দায় না আসতো, তাহলে গোপালগঞ্জের সাধারণ মানুষ আমাদের সমাবেশে জমায়েত হতো। 

এনসিপি আহ্বায়ক বলেন, আমরা রাজপথে নেমেছি যে প্রতিশ্রুতি নিয়ে নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য, সেই নতুন দেশ প্রতিষ্ঠার আগ পর্যন্ত রাজপথ ছাড়ছি না।

সমাবেশে অন্যান্যের মধ্যে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও কেন্দ্রীয় সদস্য সাইয়েদ জামিল বক্তব্য দেন।

এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরটিভি/আইএম-টি 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission