আবু সাঈদের মাকে নিয়ে কটূক্তি, পুলিশ সদস্য প্রত্যাহার

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ , ০৩:৫৪ পিএম


আবু সাঈদের মাকে নিয়ে কটূক্তি, পুলিশ সদস্য প্রত্যাহার
ছবি: সংগৃহীত

জুলাই বিপ্লবে নিহত শহিদ আবু সাঈদের মাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে এক পুলিশ সদস্যকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৭ জুলাই) পিরোজপুর আদালতে কর্মরত পুলিশ কনস্টেবল মাসুদ রেজাকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তাকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম।

জানা যায়, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশে হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে গতকাল (১৬ জুলাই)। এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে ওইদিন রাত ১১টার দিকে জেলা জজ আদালতের সামনে আবু সাঈদের মাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন পুলিশ কনস্টেবল মাসুদ রেজা। এ সময় স্থানীয় জনতা ওই পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখেন।

বিজ্ঞাপন

পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জহিরুল হক বলেন, শহিদ আবু সাঈদের পরিবারকে নিয়ে খারাপ মন্তব্য করায় এলাকাবাসী তাকে (মাসুদ রেজা) আটক করে। এ খবর পেয়ে আমরা কয়েকজন তাৎক্ষণিকভাবে সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করি। এরপর বিষয়টি পুলিশ সুপারকে অবগত করি।

ওসি রবিউল ইসলাম জানান, পুলিশ সুপার খান মোহাম্মাদ আবু নাসেরের নির্দেশে অভিযুক্ত পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তদন্ত কমিটি গঠন করে অভিযোগের সত্যতা পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission