চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ওই বৃদ্ধের নাম খালেকুর জামান (৭২)।
বুধবার (১৬ জুলাই) পৌর এলাকার মিস্ত্রিপাড়ায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
নিহত খালেকুর জামান ওই এলাকার মৃত মুঞ্জুর বিশ্বাসের ছেলে।
পরিবারের সদস্য ও স্বজনরা জানান, গত কয়েকদিন ধরেই জ্বরসহ বিভিন্ন রোগে ভুগছিলেন খালেকুজ্জামান। পরে একটি একটি ক্লিনিকে চিকিৎসকের পরামর্শে ডেঙ্গু পরীক্ষা করলে পজেটিভ আসে। তবে ডেঙ্গু আক্রান্ত হলেও তাকে হাসপাতালে ভর্তি করানো হয়নি।
মৃত খালেকুজ্জামানের ভাই মুক্তিযোদ্ধা কমান্ডার তরিকুল আলম ও ছেলে হাসানুর জামান পাভেল জানান, খালেকুজ্জামান গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। তবে ২ দিন আগে বেসরকারি ক্লিনিকে পরীক্ষায় জানা যায়, তিনি ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। ডেঙ্গু আক্রান্ত হওয়ার পরেও নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন।
এ বিষয়ে ২৫০ শয্যা চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আব্দুস সামাদ বলেন, আমাদের জানা নেই। তবে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে কেউ মারা যাননি।
হাসপাতালের তথ্য অনুযায়ী, বর্তমানে ৭১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
আরটিভি/এমকে/এস