পদ্মার এক ইলিশ ৮ ও একটি পাঙাশ ১৮ হাজারে বিক্রি

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ০৬:০৬ পিএম


পদ্মার এক ইলিশ ৮ ও পাঙাশ ১৮ হাজারে বিক্রি 
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদী থেকে ধরা প্রায় দেড় কেজি ওজনের ১টি ইলিশ ৮ হাজার টাকা ও ১৩ কেজি ওজনের একটি পাঙাশ ১৮ হাজারের বেশি টাকায় বিক্রি হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে মাছ দুটি কিনে অন্যত্র বিক্রি করেছেন ফেরিঘাট এলাকার ব্যবসায়ী নুরুল ইসলাম শেখ ও শাহজাহান শেখ। এর আগে  সোমবার (১৪ জুলাই) প্রায় ২৭ কেজি ওজনের ১টি পাঙাশ বিক্রি হয়েছিল ৫১ হাজার টাকায়।

স্থানীয় মৎস্যজীবী ও ব্যবসায়ীরা জানান, পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় বর্তমানে জেলেদের জালে প্রায়ই বড় আকারের রুই, কাতলা, পাঙাশ ও ইলিশ ধরা পড়ছে। আজ ভোরে রাজবাড়ীর সীমান্তবর্তী চর করনেশনা এলাকার পদ্মা নদীর মোহনায় জেলেরা জাল ফেলে বড় আকারের একটি ইলিশ পান। এ ছাড়া তাঁদের জালে আরেকটি পাঙাশ মাছ উঠে আসে। তারা মাছগুলো বিক্রির জন্য গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট বাজারে আসেন। এ সময় আনুখার আড়তে বিক্রির জন্য নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে স্থানীয় ব্যবসায়ী শাহজাহান শেখ ও তার ভাই নুরুল ইসলাম শেখ মাছ দুটি কেনেন।

বিজ্ঞাপন

শাহজাহান শেখ বলেন, ওই ইলিশের ওজন প্রায় ১ কেজি ৮০০ গ্রাম। পরে সর্বোচ্চ দরদাতা হিসেবে তার ভাই নুরুল ইসলাম শেখ ৪ হাজার ৫০০ টাকা কেজি দরে মোট ৮ হাজার ১০০ টাকায় মাছটি কেনেন। একই সঙ্গে ওই আড়ত থেকে প্রায় ১৩ কেজি ওজনের আরেকটি পাঙাশ কেনা হয়। তিনি নিজে পাঙাশটি ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ১৬ হাজার ৯০০ টাকায় কেনেন। মাছ দুটি ফেরিঘাটে তাঁর আড়তে আনার পর বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন। পাবনার রূপপুর এলাকার এক ইতালিপ্রবাসীর কাছে ইলিশটি ৪ হাজার ৬৫০ টাকা কেজি দরে মোট ৮ হাজার ৩৭০ টাকায় বিক্রি করেন। পাঙাশটি ১ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ১৮ হাজার ২০০ টাকায় বিক্রি করা হয়।

আরটিভি/এমএ -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission