কারামুক্ত বিএনপি নেতার সংবর্ধনায় এসে নেত্রীর মৃত্যু

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ০২:৩৫ পিএম


কারামুক্ত বিএনপি নেতার সংবর্ধনায় এসে নেত্রীর মৃত্যু
ছবি : সংগৃহীত

পাবনার ঈশ্বরদী উপজেলায় ২০ বছর পর কারামুক্ত হয়ে ফিরে আসা বিএনপি নেতার সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এক নেত্রীর মৃত্যু হয়েছে। সোমবার ঈশ্বরদী পৌর শহরের পুরাতন বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৫ জুলাই) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঈশ্বরদী উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাফরুহা আক্তার।

আমেনা খাতুন (৪৫) নামের ওই নেত্রী সলিমপুর ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী ছিলেন।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন কারামুক্ত হয়ে এলাকায় ফিরে আসেন। তাকে বরণ করে নিতে বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে এক সংবর্ধনার আয়োজন করা হয়। আমেনা খাতুন নিজ নেতৃত্বে মিছিলসহ সেখানে উপস্থিত হন।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, প্রচণ্ড গরমে একপর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান এবং মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও শরিফুল ইসলাম তুহিন শোক প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে ঈশ্বরদী উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাফরুহা আক্তার বলেন, আমেনা খাতুনের নেতৃত্বে বিশাল মিছিল করে আমরা সংবর্ধনায় অংশ নিই। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় দ্রুত হাসপাতালে নেওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission