সাগরে এক জেলের জালে ধরা পড়েছে ৩৩ লাখ টাকার ইলিশ

কুয়াকাটা প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১৪ জুলাই ২০২৫ , ০৯:৫০ পিএম


সাগরে এক জেলের জালে ধরা পড়েছে ৩৩ লাখ টাকার ইলিশ
ছবি: আরটিভি

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে একটি ট্রলারে ধরা পড়েছে বিপুল পরিমাণ ইলিশ মাছ। ট্রলারের জেলে জাল ফেলতেই উঠে এসেছে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ। সেগুলো বিক্রি হয়েছে প্রায় সাড়ে ৩৩ লাখ টাকায়। 

বিজ্ঞাপন

সোমবার (১৪ জুলাই) বিকেলে ৬১ মণ ইলিশ নিয়ে মৎস্য বন্দর আলীপুর ঘাটে এসেছে ট্রলারটি।

এসব মাছ বিএফডিসি মার্কেটের মেসার্স খান ফিশ নামে একটি আড়তে নিয়ে আসলে নিলামের মাধ্যমে বিক্রি হয় ৩৩ লাখ ৪৮ হাজার ৭০৪ টাকায়। এ সময় পাইকারদের হাঁকডাকে সরব হয়ে ওঠে মৎস্য বন্দর। এর আগে পরশুদিন মাছগুলো কুয়াকাটা থেকে পূর্ব-দক্ষিণ কোণে আনুমানিক ১৭০ কিলোমিটার দূরে সমুদ্রের গভীরে ধরা পড়ে।

বিজ্ঞাপন

জেলেদের সূত্রে জানা গেছে, ‘এফবি আল্লাহর দোয়া’ নামে একটি মাছ ধরা ট্রলার গত বৃহস্পতিবার আলীপুর ঘাট থেকে ২২ জন জেলে নিয়ে সমুদ্রে যাত্রা করে। শনিবার সমুদ্রে জাল ফেলতেই মাছগুলো ধরা পড়েছে। মাছগুলো আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে এসে চারটি আকারে আলাদা করে ডাকের মাধ্যমে খান ফিশে বিক্রি করা হয়।

খান ফিশের ম্যানেজার সাগর বলেন, ৯০০ থেকে ১০০০ গ্রাম ওজনের মাছ প্রতি মণ ৭৩ হাজার টাকা , ৬০০ থেকে ৮০০ গ্রাম ওজনের মাছ প্রতি মণ ৫৮ হাজার টাকা, ৪০০ গ্রাম থেকে ৫০০ গ্রাম ওজনের প্রতি মণ মাছ ৪৪ হাজার টাকা দরে বিক্রি হয়েছে। এ ছাড়াও অন্যান্য বিভিন্ন প্রজাতির মাছ ৪০ হাজার টাকায় বিক্রি হয়েছে। সব মাছ বিক্রি হয়েছে ৩৩ লাখ ৪৮ হাজার ৭০৪  টাকায়।

7

বিজ্ঞাপন

ট্রলারের মাঝি আবু সালেহ বলেন, নিষেধাজ্ঞার পরে দফায় দফায় বৈরী আবহাওয়ায় অনেকটা লোকসানে ছিলাম। দীর্ঘ একমাস পরে বেশ ভালো পরিমাণ মাছ পেয়েছি। আলীপুর বন্দরের খান ফিশে ৩৩ লাখ এই মাছ টাকায় বিক্রি হয়েছে। তবে গতকালের চেয়ে আজ দাম কিছুটা কম।

বিজ্ঞাপন

মেসার্স খান ফিশের মালিক রহিম খান বলেন, ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা বেশ বড় সাইজের ইলিশ পাচ্ছেন। কয়েকদিন বৈরী আবহাওয়ার কারণে তেমন মাছের দেখা পাননি বন্দরের জেলেরা। বর্তমানে লম্বা জালে বেশ ভালো পরিমাণ মাছ ধরা পড়ছে।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, তাপমাত্রা কমে যাওয়ার কারণে জেলেরা বেশ ভালো পরিমাণ মাছ পাচ্ছেন। তবে মাছগুলো গভীর সমুদ্রে বেশি পাওয়া যাচ্ছে। জালের প্রশস্ততা বাড়ালে বড় সাইজের বেশি মাছ ধরা পড়বে। ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে সমুদ্রে বেশ ভালো পরিমাণ মাছ লক্ষ্য করা যাচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে বন্দরের জেলেরা ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ পাবেন।

আরটিভি/এমএ

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission