ঝিনাইদহের কালীগঞ্জ-যশোর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে শাপলা পরিবহনের বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। রোববার সকাল থেকে আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল বন্ধ হয়ে যায়।
সোমবার (১৪ জুলাই) সরেজমিনে যাত্রী ভোগান্তির এ চিত্র দেখা যায়।
এর আগে শুক্রবার বিকেলে যশোর বাস মালিক সমিতি ও কালীগঞ্জ, মোটর মালিক দ্বন্দ্বের জেরে যশোর ও চুয়াডাঙ্গা রুটে শাপলা পরিবহনের বাস চলাচল বন্ধ করে দেয় যশোর বাস মালিক সমিতি।
সরেজমিনে বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, সকালে গন্তব্যে যাওয়ার জন্য অনেক যাত্রী কালীগঞ্জ শহরে গিয়ে বিপাকে পড়েন। জরুরি প্রয়োজনে চুয়াডাঙ্গাসহ আশপাশের জেলায় যেতে তারা অন্য যানবাহনে চড়েন।
এতে ভোগান্তির পাশাপাশি খরচ বেড়েছে বলেও জানান কয়েকজন যাত্রী।
কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর মোটর মালিক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন জানান, যশোর মোটর মালিক সমিতি অবৈধভাবে কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর মোটর মালিক সমিতির সঙ্গে কোনো ধরনের সমন্বয় না করে পরিবহন কার্যক্রম পরিচালনা করছে। নিয়ম হচ্ছে দুই মালিক সমিতি মিলে পরিচালনা করতে হবে। যশোর মালিক সমিতি এককভাবে সিদ্ধান্তর কারণে এ বৈষম্য হয়েছে। বর্তমানে যশোর-চুয়াডাঙ্গা রোডে গাড়ি চলাচল বন্ধ রয়েছে।
আরটিভি/এমকে -টি