সাতক্ষীরায় এনসিপির পথসভায় হিট স্ট্রোকে আক্রান্ত ১৫ 

সাতক্ষীরা প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ১৩ জুলাই ২০২৫ , ০৭:১৭ এএম


সাতক্ষীরায় এনসিপির পথসভায় হিট স্ট্রোকে আক্রান্ত ১৫ 
ছবি: সংগৃহীত

সাতক্ষীরায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিকে ঘিরে চরম অব্যবস্থাপনা, তীব্র গরম ও ঠেলাঠেলির মধ্যে পড়ে অন্তত ১৫ জন সাংবাদিক ও শিক্ষার্থী হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। তারা সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার (১২ জুলাই) দুপুরে শহরের শহীদ আসিফ চত্বরে আয়োজিত প্রধান পথসভায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। 

ঘটনার পর সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তাদের অভিযোগ, এনসিপির কেন্দ্রীয় নেতাদের সফরের মতো বড় কর্মসূচির জন্য পূর্বপ্রস্তুতি ও পর্যাপ্ত ব্যবস্থাপনা ছিল না।

বিজ্ঞাপন

সাংবাদিকরা জানান, তারা সকাল ৮টার দিকে খুলনা রোড মোড়ে এসে উপস্থিত হন। পরে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দলটির কেন্দ্রীয় নেতারা তালা উপজেলার কুমিরা ফুটবল মাঠে পৌঁছেছেন এবং সেখানে সংক্ষিপ্ত পথসভা হওয়ার কথা রয়েছে। ফলে উপস্থিত সাংবাদিকদের মধ্যে সেখানে রওনা হন। 

কিন্তু প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পর সেখানে কোনো সভা না করেই নেতারা আবার সরাসরি সাতক্ষীরা শহরে ফিরে আসেন। ব্যাপক গরমের মধ্যে দুই জায়গায় ছোটাছুটি করে তারা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পথসভা শুরুর আগেই শুরু হয় বিশৃঙ্খলা। তীব্র রোদে ক্লান্ত হয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। তখন থেকে ঠেলাঠেলি, গরম, বিশৃঙ্খলার মধ্যে একে একে মাটিতে লুটিয়ে পড়েন সংবাদকর্মীরা।

বিজ্ঞাপন

ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন ঢাকা পোস্টের সাতক্ষীরা প্রতিনিধি ইব্রাহিম খলিল, যমুনা টেলিভিশনের প্রতিনিধি আকরামুল ইসলাম, এখন টিভির প্রতিনিধি আহসান রাজীব, এটিএন বাংলার ক্যামেরা পারসন ইয়ারুল ইসলাম, এখন টিভির প্রতিনিধি মাসুদ রানা মনা, সাংবাদিক জাহাঙ্গীর সরদার, গাজী হাবিব, ইদ্রিস আলী, রিজাউল করিম, এসএম বিপ্লব হোসেন, হাবিবুর রহমান সোহাগ, তাইজুল ইসলাম, আবু জাফরসহ আরও অনেকে।

বিজ্ঞাপন

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মীর মাহফুজ বলেন, তীব্র গরমে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে একের পর এক মানুষ অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। অনেককে সম্পূর্ণ ক্লান্ত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে ৭ থেকে ৮ জনকে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বাকিরা কিছুটা সুস্থ হলে ছেড়ে দেওয়া হয়েছে।

সাংবাদিকরা অভিযোগ করেন, এত বড় একটি কর্মসূচিতে কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন- তা আগে থেকেই জানা ছিল। কিন্তু এনসিপির স্থানীয় আয়োজকরা যথাযথ প্রস্তুতি না নেওয়ায় বিশৃঙ্খলা তৈরি হয়। ছিল না কোনো নিরাপত্তা বলয়, পর্যাপ্ত ছায়া, পানির ব্যবস্থা বা সাংবাদিকদের জন্য আলাদা জায়গা। এসব কারণেই একের পর এক মানুষ অসুস্থ হয়ে পড়েন।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission