ফেনীর বন্যা

রান্নাঘরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

আরটিভি নিউজ

শনিবার, ১২ জুলাই ২০২৫ , ০১:৫৬ পিএম


রান্নাঘরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

ফেনীর পরশুরামে ঘর থেকে বন্যার পানি নামার পর বাড়ি ফিরে রান্নাঘরে সাপের কামড়ে রোকেয়া আক্তার রিনা (৪৮) এক গৃহবধুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ জুলাই) রাতে পরশুরাম পৌরসভার সলিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফেনীর সিভিল সার্জন মোহাম্মাদ রুবাইয়াত বিন করিম।

বিজ্ঞাপন

রিনার স্বজনরা জানায়, বাড়িতে বন্যার পানি ঢুকে যাওয়ায় বুধবার শফিকুল-রিনা দম্পতি নিরাপদ স্থানে আশ্রয় যান। বন্যার পানি কমায় শুক্রবার বিকালে তারা বাড়িতে ফেরেন।

সন্ধ্যায় রিনা রান্নাঘরে প্রবেশ করলে ওই ঘরে লুকিয়ে থাকা একটি সাপ রিনার পায়ে কামড় দেয়। রিনার চিৎকারে শফিকুল তাকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে সেখানে সাপে কামড়ের প্রতিষেধক অ্যান্টিভেনম ইনজেকশন না নিয়ে তিনি রোগীকে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

বিজ্ঞাপন

এ বিষয়ে নিহতের স্বামী শফিকুল বলেন, পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীকে নিয়ে গেলে আশানুরুপ চিকিৎসা না পেয়ে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাই। তবে এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ আমার কাছ থেকে একটি লিখিত স্টেটমেন্ট নিয়ে রাখেন।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. রেদোয়ান বলেন, সাপের কামড়ের শিকার গৃহবধূকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পরে তার মরদেহ স্বজনরা বাড়ি নিয়ে যায়।

ঠিক সময় রোগীকে হাসপাতালে নিয়ে প্রতিষেধক টিকা দিলেই বাঁচানো যেত বলে জানান এ চিকিৎসক।

বিজ্ঞাপন

ফেনীর সিভিল সার্জন মোহাম্মাদ রুবাইয়াত বিন করিম বলেন, জেলা সিভিল সার্জনের কার্যালয়সহ সবকয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘অ্যান্টি স্নেক ভেনম’ (সাপে কাটা রোগীর চিকিৎসায় ব্যবহৃত), পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইনসহ দুর্যোগকালীন সময়ে প্রয়োজনীয় সব ওষুধ পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া বন্যা পরিস্থিতিতে চিকিৎসা সেবায় জেলা স্বাস্থ্যবিভাগের পক্ষ থেকে প্রত্যেক উপজেলা ও ইউনিয়নভিত্তিক মোট ৭৬টি ইমার্জেন্সি মেডিকেল টিম সচল রয়েছে। সিভিল সার্জন কার্যালয়ে বন্যা পরিস্থিতি মনিটরিংয়ের জন্য সার্বক্ষণিক কন্ট্রোল রুম চালুসহ অন্যান্য সেবাও চালু রয়েছে বলে জানান তিনি।

আরটিভি/এএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission