চট্টগ্রামের মীরসরাই উপজেলার সোনাপাহাড় এলাকায় পর্যটনের গমনে নিষিদ্ধ মেলখুম ট্রেইলে বন্ধুদের সঙ্গে পাহাড়ি পথে ঘুরতে গিয়ে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের দুই ছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার (৯ জুলাই) দুপুরে বারইয়ারহাট ফায়ার সার্ভিসের একটি দল অভিযান চালিয়ে নিখোঁজ সেই দুই কলেজছাত্রের মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন- চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের নাপিতের চর গ্রামের আরফান গালিব (২২) ও ঢাকার যাত্রাবাড়ীর ধুনিয়ালাপাড়া এলাকার মো. ইব্রাহিম হৃদয় (২২)। আহতরা হলেন- মো. মিরাজ, রায়হান ও সায়েম। তারা ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল টেকনোলজির সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী।
নিহতদের বন্ধুরা জানান, মঙ্গলবার সকালে ফেনী থেকে তারা তিন বন্ধু মিলে মীরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকার মেলখুম ট্রেইলে ঘুরতে যান। তাদের সঙ্গে যোগ দেন স্থানীয় আরও দুই তরুণ। সেদিন রাত থেকে তাদের কোনো সন্ধান না পেয়ে আরেক বন্ধু জিহাদ হাসানসহ কয়েকজন মেলখুম গিরিপথে গিয়ে স্থানীয় বাসিন্দা, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে নিখোঁজ হওয়ার বিষয়টি জানান। পরে বুধবার বিকেল ৫টার দিকে ঘটনাস্থল থেকে গালিব ও হৃদয়ের মরদেহ উদ্ধার করা হয়। আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার বর্ণনা দিয়ে আহত সায়েম বলেন, বৃষ্টি চলাকালে পাহাড়ের একটি অংশে ছবি তোলার সময় এক বন্ধুর ব্যাগ পড়ে যায়। ব্যাগটি তুলতে গিয়ে প্রথমে হৃদয় পা পিছলে পড়ে যান। তাকে উদ্ধার করতে গিয়ে গালিবও পড়ে যান। পরে পানির স্রোতের কারণে তাদের আর পাওয়া যায়নি। আমিসহ ওই এলাকার স্থানীয় দুজন সারারাত সেখানে থেকে তাদের খোঁজাখুঁজি করেছিলাম।
এ বিষয়ে জানতে চাইলে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুর বিভাগে দায়িত্বরত ডা. রাজু সিংহ বলেন, হাসপাতালে আহত অবস্থায় তিনজনকে আনা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।
বিষয়টি নিশ্চিত করে বারইয়ারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস বলেন, সোনাপাহাড় মেলখুম ট্রেইলে পাঁচজন পর্যটক নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করি। বুধবার বিকেলে ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এ ব্যাপারে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের সিনিয়র শিক্ষক জিএম তাজ উদ্দিন পলাশ বলেন, বর্ষা মৌসুমে মেলখুম ট্রেইলে পর্যটক যাওয়া নিষিদ্ধ রয়েছে, তবুও শুনেছি তারা সেখানে গিয়েছে দুই ছাত্রের মর্মান্তিক মৃত্যুতে পলিটেকনিক ইনস্টিটিউট শোকাহত।
আরটিভি/কেএইচ