মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের থানা থেকে ছিনিয়ে নিতে হট্টগোল করেছেন দলটির নেতাকর্মী ও পরিবারের সদস্যরা। সোমবার উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকে গ্রেপ্তার করে সাটুরিয়া থানার পুলিশ। এরপর সন্ধ্যায় থানায় এসে হট্টগোল করেন ছাত্রলীগের নেতাকর্মী ও পরিবারের সদস্যরা।
মঙ্গলবার (৮ জুলাই) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর ইসলাম।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, একাধিক মামলায় সাটুরিয়া উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল খালেক, সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি হেলাল উদ্দিন ও উপজেলা সদর ইউনিয়নের ছাত্রলীগের কর্মী গোলাম রাব্বীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর রাব্বির পরিবারের সদস্য ও তার অনুসারীরা পুলিশের ওপর ক্ষিপ্ত হয়ে থানা ঘেরাও করেন।
এ বিষয়ে সাটুরিয়া থানার ওসি মো. শাহীনুর ইসলাম বলেন, রোববার বিকেলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতা ও কর্মীকে গ্রেপ্তার করি। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় কয়েকজন এসে থানার সামনে হট্টগোল করেন। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আরটিভি/এমকে -টি