হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫০

আরটিভি নিউজ

সোমবার, ০৭ জুলাই ২০২৫ , ১১:৪১ পিএম


হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫০
হবিগঞ্জে নবীগঞ্জ এলাকায় দুই পক্ষের সংঘর্ষের ১৪৪ ধারা জারি করা হয়েছে। ছবি: সংগৃহীত

হবিগঞ্জের নবীগঞ্জে পূর্ব দ্বন্দ্বকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১৫০ জন আহত হয়েছেন। এ জেরে এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানিয়েছেন নবীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।

বিজ্ঞাপন

সোমবার (৭ জুলাই) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ৪ ঘণ্টাব্যাপী সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। এ সময় নবীগঞ্জ শহরের মধ্যবাজার, শেরপুর রোড ও হাসপাতাল রোডসহ বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও অন্তত ১০টি দোকানে অগ্নিসংযোগ করা হয়।

সংঘর্ষে নিহত ব্যক্তির নাম ফারুক মিয়া (৩৫)। তিনি পূর্ব তিমিরপুর গ্রামের বাসিন্দা ও পেশায় অ্যাম্বুলেন্স চালক।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব দ্বন্দ্বকে কেন্দ্র করে ইনাতগঞ্জ ইউনিয়ন যুবলীগ সভাপতি আশাহিদ আলী আশার পক্ষে আনমনু, রাজাবাদ, রাজনগর, কানাইপুর, নোয়াপাড়া ও আশপাশের কয়েকটি গ্রামের লোকজন পূর্ব তিমিরপুর ও চরগাঁও এলাকার বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।  দুইপক্ষের মধ্যে গত বৃহস্পতিবার থেকে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া চলে আসছে, সোমবার সংঘর্ষ চূড়ান্ত রূপ নেয়। এতে একজন নিহত ও অন্তত দেড়শ জন আহত ছাড়াও কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সংঘর্ষের একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিকেল ৪টার দিকে নবীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিনের সই করা এক আদেশে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। পরে সন্ধ্যায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান বলেন, ঘটনার তদন্ত চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুরো বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি করেন তিনি। 

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে নবীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন বলেন, এলাকার পরিস্থিতি যেন আর অবনতি না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

বিজ্ঞাপন

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission