তালাক দেওয়া স্ত্রীর উপর ক্ষিপ্ত হয়ে এসিড নিক্ষেপ, যা জানা গেল

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ 

সোমবার, ০৭ জুলাই ২০২৫ , ০৯:৪৬ পিএম


তালাক দেওয়া স্ত্রীর উপর ক্ষিপ্ত হয়ে এসিড নিক্ষেপ, যা জানা গেল
ছবি: সংগৃহীত

দিনাজপুরের হিলিতে মামলা করায় তালাক দেওয়া স্ত্রীর ওপর ক্ষিপ্ত হয়ে এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে সাবেক স্বামীর বিরুদ্ধে। গৃহবধূর হাত ও বুকের ডান পাশে পুড়ে যাওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযুক্তের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী স্বজনের তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। 

বিজ্ঞাপন

জানা যায়, দিনাজপুরের হিলির খট্টামাধবপাড়া ইউনিয়নের নয়ানগর গ্রামের মৃত আব্দুল মান্নানের মেয়ে রিনা পারভীনের সাথে ২০১২ সালে একই ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের এন্তাজ আলীর ছেলে সুমন মন্ডলের সাথে বিয়ে হয়। এরপর থেকেই ভালোই চলছিল দুজনের সংসার। 

সম্প্রতি সুমন এক তরফাভাবে রিনা পারভীনকে তালাক দেয়। এরপরেও বিভিন্ন সময়ে শ্বশুর বাড়িতে গিয়ে তার স্ত্রীর উপর অত্যাচার করতো। পরবর্তীতে রিনা পারভীন তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে। এরপর সে আরও ক্ষিপ্ত হয়ে হুমকি ধামকি দিতে থাকে। 

বিজ্ঞাপন
আরও পড়ুন

গত শনিবার (৫ জুলাই) ভোর রাতে রিনা পারভীন তার বাবার বাড়িতে শুয়ে ছিলেন এসময় সুমন জানালা দিয়ে এসিড জাতীয় কিছু ছুড়ে মেরে পালিয়ে যায়। এতে গৃহবধুর হাত ও বুকের ডান পাশ পুড়ে যায় আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে ভর্তি করে। অভিযুক্তের শাস্তির দাবী করেছেন তার স্বজনরা। 

বিজ্ঞাপন

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মশিউর রহমান বলেন, হাতে ও বুকে পোড়া নিয়ে ওই নারী হাসপাতালে এসেছেন। পোড়ার যে চিকিৎসা সেটি দেওয়া হচ্ছে। তবে কি কারণে পুড়লো সেটি এখনই বলা যাচ্ছে না। 

বিজ্ঞাপন

এদিকে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি তদন্তপুর্বক ব্যবস্থা নেওয়া হবে। 

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission