নির্বাচন এড়িয়ে যাওয়ার ষড়যন্ত্র করছে সরকার: মির্জা আব্বাস

আরটিভি নিউজ

সোমবার, ০৭ জুলাই ২০২৫ , ০৩:৫৫ পিএম


নির্বাচন এড়িয়ে যাওয়ার ষড়যন্ত্র করছে সরকার: মির্জা আব্বাস
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন এড়িয়ে যাওয়ার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বিজ্ঞাপন

সোমবার (৭ জুলাই) দুপুরে সিলেট নগরীর পাঠানটুলায় সানরাইজ কমিউনিটি সেন্টারে এক দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি। শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় এ আয়োজন হয়।

মির্জা আব্বাস বলেন, সরকার নির্বাচন এড়িয়ে যাওয়ার ষড়যন্ত্র করছে। তারা নানা ফন্দিফিকির করে ক্ষমতায় টিকে থাকতে চায়। তবে বিএনপি এটা করতে দেবে না। আবারও আন্দোলনে নামবে এবং দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে ‘স্লো পয়জনিংয়ের’ মাধ্যমে পরিকল্পিতভাবে অসুস্থ করা হয়েছে। যখন বিদেশে নেওয়ার প্রয়োজন ছিল তখন সরকার ইচ্ছেকৃতভাবে তা আটকে দেয়। এটা শুধু খালেদা জিয়ার বিরুদ্ধেই নয়, এটি ছিল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হরণের এক গভীর ষড়যন্ত্র।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে আমরা আন্দোলন করে এসেছি। অবশেষে জনগণের শুভ সময়ে সরকারের পতন ঘটেছে। শেখ হাসিনা চলে গেছেন, তবে তার দোসররা এখনও দেশে রয়ে গেছে। সচিবালয় থেকে শুরু করে জেলা-উপজেলায় তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সরকার নির্বাচন এড়াতে চায় বলে দাবি করে বিএনপির এ কেন্দ্রীয় নেতা বলেন, তারা একবার বলছে এখনই নির্বাচন নয়, আবার বলছে, পিআর পদ্ধতিতে নির্বাচন হবে। কিন্তু নিজেরাই জানে না পিআর পদ্ধতি কী। বিশ্বে ৮০টির মতো দেশে এই পদ্ধতি থাকলেও প্রতিটি দেশের প্রক্রিয়া ভিন্ন। আমাদের দেশে পূর্বপুরুষদের প্রচলিত পদ্ধতিতেই সুষ্ঠুভাবে নির্বাচন হলে কোনো সমস্যা নেই।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়াও অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission