৫ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ০৪ জুলাই ২০২৫ , ১১:২০ পিএম


৫ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক
ছবি: আরটিভি

চুয়াডাঙ্গার উথলী রেলস্টেশনে লাইনচ্যুত মালবাহী ট্রেনের বগি উদ্ধার শেষে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। 

বিজ্ঞাপন

শুক্রবার (৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উথলী রেল স্টেশনের পার্শ্ববর্তী স্টেশনে আটকা পড়া ট্রেনগুলো নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। 

বিষয়টি নিশ্চিত করেছেন উথলী স্টেশন মাস্টার মিন্টু কুমার রায়। 

বিজ্ঞাপন

এর আগে, বিকেল ৫টা ৪৫ মিনিটে জীবননগর উপজেলার উথলী রেলওয়ে স্টেশনের অদূরে মালবাহী ট্রেনের গার্ড রেক লাইনচ্যুত হয়। এই লাইনচ্যুতির কারণে এই স্টেশনের উপর দিয়ে চলাচলকারী সব ধরণের ট্রেন চলাচল ব্যাহত হয়ে পড়ে। এ ঘটনার পর খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এছাড়া উথলীর পার্শবর্তী স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা ডাউন নকশিকাঁথা ট্রেন এবং খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। ট্রেনগুলোতে থাকা যাত্রীরা ভোগান্তির শিকার হন। 

উথলী স্টেশন মাষ্টার মিন্টু কুমার রায় জানান, খুলনার মোংলা থেকে চিটাগুড়বাহী একটি মানবাহী ট্রেন সিরাজগঞ্জ অভিমুখে যাওয়ার সময় শুক্রবার বিকেলে উথলী রেলস্টেশনে প্রবেশ করে। এরপর রাজশাহী থেকে খুলনাগামী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন উথলী রেলস্টেশন ক্রস করার পর মালবাহী ট্রেনটি সিরাজগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেনটি লুপ লাইন থেকে মেইন লাইনে উঠার সময় স্টেশনের আপ পয়েন্টের কাছে মানবাহী ওই ট্রেনের গার্ডব্রেক লাইনচ্যুত হয়। এর পর খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে বিষয়টি পাকশী বিভাগীয় কার্যালয়কে জানানো হয়। পরে রাত ১০ টার দিকে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। আধা ঘন্টাব্যাপী উদ্ধার কাজ শেষে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। 

আরটিভি/এমএ/এআর

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission