পটুয়াখালীতে ২৩ বছর পর বিএনপির কাউন্সিল, সভাপতি কুট্টি ও সম্পাদক টোটন

স্টাফ রিপোর্টার (পটুয়াখালী), আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ , ০৯:৩৮ এএম


দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিশেষ অভিযান, কেএনএ কমান্ডারসহ নিহত ২
ছবি: সংগৃহীত

২৩ বছর পর বহুল কাঙ্ক্ষিত পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে উৎসবমুখর পরিবেশে কাউন্সিলরদের সরাসরি ভোটে নির্বাচিত হয়েছেন সভাপতি ও সাধারণ সম্পাদক। সভাপতি পদে স্নেহাংশু সরকার কুট্টি ৭৭৫ ভোট পেয়ে নিরঙ্কুশভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাকসুদ আহমেদ বাইজিদ পান্না পেয়েছেন ৪০২ ভোট। সাধারণ সম্পাদক পদে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে সর্বোচ্চ ৪৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন। 

বিজ্ঞাপন

নির্বাচন পরিচালনা করেন সিনিয়র আইনজীবী ও সাবেক পিপি অ্যাডভোকেট আবদুল হক ফরাজীর নেতৃত্বে গঠিত নির্বাচন কমিশন।  

বৃহস্পতিবার (৩ জুলাই) অ্যাডভোকেট আবদুল হক ফরাজী জানান, পুরো ভোটগ্রহণ প্রক্রিয়া নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং গঠনতান্ত্রিকভাবে সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন

পরবর্তী অবস্থানে আছেন জেলা বিএনপির সদস্য ও জেলা বাস মালিক সমিতির সভাপতি বশির আহমেদ মৃধা, যিনি পেয়েছেন ৪২০ ভোট।

বাকি প্রার্থীদের মধ্যে মো. মনিরুল ইসলাম লিটন পেয়েছেন ১৬২ ভোট, অ্যাডভোকেট তৌফিক আলী খান কবির পেয়েছেন ৮৪ ভোট, মো. দেলোয়ার হোসেন খান নান্নু পেয়েছেন ১৩ ভোট এবং সাইদুর রহমান তালুকদার পেয়েছেন ৪ ভোট।

নির্বাচনের পুরো প্রক্রিয়া উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। কাউন্সিলরদের সরাসরি ভোটে এই ফলাফল নির্ধারিত হয়েছে। দিনব্যাপী সম্মেলনে বিএনপির নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল লক্ষণীয়।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission