নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গণসংযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জাতীয় যুবশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ। এ সময় তুহিন মাহমুদ দলের কর্মসূচি, সংস্কার, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের দাবিতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সম্প্রতি উপজেলার পশ্চিম সনমান্দী মাদরাসায় মসজিদে মসজিদে মুসল্লিদের সঙ্গে দেখা করে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়ে কথা বলেন তুহিন মাহমুদ।
এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সোনারগাঁয়ের প্রধান সমন্বয়কারী শাকিল সাইফুল্লাহসহ দলটির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
গণসংযোগ শেষে এনসিপি নেতা তুহিন মাহমুদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে রাস্তায় নেমেছিল, আজও মানুষের সেই আশা পূরণ হয়নি। হাসপাতালে আহতরা আর্তনাদ করছে, শহীদ পরিবারের পুনর্বাসন করা হয়নি। এর মধ্যে সরকারের সংস্কার প্রক্রিয়ায় বাধাগ্রস্ত করা হচ্ছে। সচিবালয়ে ফ্যাসিস্টের সহযোগীরা দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে।
তিনি আরও বলেন, জাতীয় সরকার নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে। দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনই গ্রহণযোগ্য হতে পারে না। মৌলিক সংস্কার শেষে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।
আরটিভি/এমকে