জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যানের অপসারণের দাবিতে সারাদেশের মতো দিনাজপুরের হিলিতে দ্বিতীয় দিনেও কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছেন কাস্টমস কর্মকর্তা-কর্মচারীরা।
রোববার (২৯ জুন) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে সারাদিন তারা এই কর্মসূচি পালন করেন। কাস্টমস কার্যালয় খোলা থাকলেও তারা কোনো কার্যক্রম করেননি। কর্মকর্তারা কেউ কেউ কাস্টমসে আসলেও তারা কর্ম থেকে বিরতিতে ছিলেন।
বাংলাহিলি সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান বলেন, শনিবার দুপুর সাড়ে ১২টার পর বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়। সেই দিন ৩৫ ট্রাক পণ্য ভারত থেকে আমদানি হলেও কাস্টমস কর্মকর্তারা কাজ না করায় আমদানিকৃত পণ্যের বিলঅবএন্ট্রি সাবমিট থেকে শুরু করে পরীক্ষণ শুল্কায়ন কার্যক্রম করতে পারেননি ব্যবসায়ীরা। এতে করে বন্দর থেকে আমদানিকৃত পণ্য খালাস করতে না পারায় বিপাকে পড়েছেন তারা। এর ফলে আমদানিকারকরা কোনো পণ্য আমদানি-রপ্তানি করেননি। এতে করে লোকসানের মধ্যে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের।
হিলি স্থলবন্দরের আমদানিকারক নাজমুল হক বলেন, কাস্টমসের শাটডাউনের ফলে বন্দরের কোনো পণ্যবাহী ট্রাক প্রবেশ করেনি। এতে করে ভারতের অভ্যন্তরে শতাধিক ট্রাক পাইপলাইনে রয়েছে। পাইপলাইনে থাকা ট্রাকগুলো যদি দ্রুত প্রবেশ না করে তাহলে কাঁচাপণ্য নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে করে বন্দরের ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন।
আরটিভি/এমকে