ঝালকাঠি সদর উপজেলার পূর্ব গুয়াটন এলাকায় তালগাছ কেটে শতাধিক বাবুই পাখির ছানা হত্যার অভিযোগে পৃথক দুটি মামলা করা হয়েছে।
রোববার (২৯ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান।
জানা যায়, শতাধিক বাবুই পাখির বাসা ও প্রজননের একমাত্র নিরাপদ আশ্রয়স্থল তালগাছটি ২৭ জুন বিকেলে একদল পাষণ্ড ব্যক্তি কেটে ফেলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, মোবারেক আলী ফকিরের মালিকানাধীন জমির তালগাছটিকে দীর্ঘদিন ধরে বাবুই পাখির নিরাপদ আবাসস্থল হিসেবে পরিচিত ছিল। এ গাছে অসংখ্য বাবুই পাখির বাসা, ডিম ও ছানা ছিল। গাছটি মিজানুর রহমান নামের এক ব্যক্তি কিনে নেন। গাছটি কাটার ফলে শতাধিক ছানা ও ডিম ধ্বংস হয়ে যায়।
স্থানীয় জাহিদ হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, তালগাছটি শুধু একটি গাছ ছিল না, ছিল একটি প্রাণীবৈচিত্র্যের কেন্দ্র। যারা এ জঘন্য কাজটি করেছেন, তারা প্রকৃতির বিরুদ্ধে অপরাধ করেছেন।
এ বিষয়ে সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, মামলার পর থেকে আসামিরা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ঝালকাঠি জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, তালগাছ কাটার ঘটনায় ঝালকাঠি সদর থানায় মোবারক আলী, মিজানুর রহমান ও ফারুক হোসেন নামের তিনজনকে আসামি করে একটি মামলা হয়েছে। এ ছাড়া বন্যপ্রাণী সংরক্ষণ আইনে বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে আরেকটি মামলা হয়েছে।
আরটিভি/এমকে -টি