বগুড়ার আদমদীঘির সান্তাহারে কানে হেডফোন লাগিয়ে রেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। নিহত ওই যুবকের নাম ফেহা হোসেন (২১)।
শনিবার (২৮ জুন) বিকেলে সান্তাহার রেলওয়ে হাসপাতাল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান।
নিহত ফিহা নওগাঁ সদরের চকপ্রাণ এলাকার বেলাল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত যুবক ফেহা হোসেন রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় তার কানে হেডফোন লাগানো ছিল। তখন ওই লাইনে রাজশাহী থেকে চিলাহাটিগামী বরেন্দ্র এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন আসছিল। এ সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান।
স্থানীয়দের ধারণা, কানে হেডফোন থাকায় ট্রেনের শব্দ শুনতে পাননি তিনি।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
আরটিভি/এমকে/এআর