বরগুনায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

বরগুনা প্রতিনিধি, আরটিভি নিউজ 

শনিবার, ২৮ জুন ২০২৫ , ০৩:১৮ পিএম


বরগুনায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
ছবি : সংগৃহীত

বরগুনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। সরকারি হিসাবে জেলায় এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ছয়ে, তবে বেসরকারি হিসাবে মৃতের সংখ্যা ২৫ জন।

বিজ্ঞাপন

শনিবার (২৮ জুন) সকালে বরিশাল নেওয়ার পথে মারা যান পাথরঘাটা উপজেলা পরিষদের সিএ (সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর) সিরাজুম মনিরা (৩৩)। 

তিনি পাথরঘাটা উপজেলার চরদুয়ানি ইউনিয়নের হোগলাপাশা গ্রামের মোজাম্মেল কাজীর মেয়ে এবং সদর ইউনিয়নের পদ্মা গ্রামের মনির হোসেনের স্ত্রী।

বিজ্ঞাপন

পাথরঘাটার উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, মনিরা তিন দিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হন। আজ সকালে প্লাটিলেট কমে যাওয়ায় তাকে বরিশাল নেওয়ার পথে সকাল সাড়ে ১০টার দিকে অ্যাম্বুলেন্সেই তিনি মারা যান। মনিরার ১০ বছরের একটি ছেলে ও ৬ বছরের একটি মেয়ে রয়েছে।

আরও পড়ুন

এর আগে, শুক্রবার বিকেলে বরগুনার বেতাগী উপজেলার কালিকাবাড়ি এলাকার আবদুল করিম (৫০) বরিশালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিজ্ঞাপন

বরগুনার সিভিল সার্জন ডা. মো. আবুল ফাত্তাহ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৬৮ জন। এর মধ্যে বরগুনা সদর উপজেলায় ৫৭ জন, আমতলীতে ৫ জন, তালতলীতে ৩ জন, পাথরঘাটায় ২ জন, বেতাগীতে ১ জন এবং বামনায় কেউ আক্রান্ত হননি।

চলতি বছর জেলায় এখন পর্যন্ত ২ হাজার ৭৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২ হাজার ৫৪৫ জন সুস্থ হয়েছেন এবং বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২৩৪ জন। শুধু বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি আছেন ১৮৫ জন রোগী।

আরটিভি/এএএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission