শেরপুর সদরে বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।
রোববার (১৫ জুন) দুপুরে শেরপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের বাঁশতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী মজনু মিয়া সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের ছফর উদ্দিনের ছেলে। তিনি অবসরপ্রাপ্ত সেনাসদস্য ছিলেন।
জেলা ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, মজনু মিয়া মোটরসাইকেলে করে শেরপুর শহর থেকে নিজ বাড়ি ভাতশালার উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় বাঁশতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘শাম্মী ডিলাক্স’ নামে একটি বাস তাকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অবসরপ্রাপ্ত সেনাসদস্য মজনু মিয়া মারা যান।
এ ঘটনার পর ক্ষুব্ধ জনতা ঘাতক ‘শাম্মী ডিলাক্স’ বাসে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এতে কিছু সময় এ সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে শেরপুর সদর থানার ওসি জুবায়দুল আলম বলেন, মজনু মিয়া মোটরসাইকেলে করে শেরপুর শহর থেকে নিজ বাড়ি ভাতশালায় ফিরছিলেন। বাসচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এতে মুহূর্তেই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করেন।
আরটিভি/এমকে