বিরামপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ১৩ জুন ২০২৫ , ০৩:০৩ পিএম


বিরামপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে ঠেলে পাঠাল বিএসএফ
ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরামপুর অচিন্তপুর সীমান্ত দিয়ে ১৫ বাংলাদেশি নারী-পুরুষ এবং শিশুকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ি ২৯ ব্যাটালিয়নের টুআইসি মেজর সাজ্জাদ হোসেন। এর আগে শুক্রবার রাত ৩টায় অচিন্তপুর বিওপি ক্যাম্পের সীমান্ত পিলার ২৯৫/১ এস এর ১৪০ গজ অভ্যন্তরে অচিন্তপুর নামক স্থান দিয়ে তাদের ফেরত পাঠানো হয়। 

ভারত থেকে ফেরত ব্যক্তিরা হলেন- আকাশ মোল্লা (৬০), তার স্ত্রী হিরিনা বেগম (৫২), ছেলে হাসু মোল্লা (৩৪) ও ছেলে মনির মোল্লা (৩০)। নাতি বিল্লাল মোল্লা (১৬), নাতি মোহাম্মদ মোল্লা (১২), নাতনি রাবেয়া (৪), নাতনি সুমাইয়া খাতুন (১১), নাতি আহমেদ (৮), নাতি আলামিন (৮), নাতনি সুরাইয়া (৮) নাতনি খাদিজা খাতুন (৪), নাতি ইব্রাহিম মোল্লা (২), ছেলের বউ ঝরণা খাতুন (২৮) এবং প্রতিবেশী তাজমা বেগম (৪০)।

বিজ্ঞাপন

তারা সবাই নড়াইল জেলার কালিয়া উপজেলার শীতলপাটি গ্রামের বাসিন্দা।

বিজিবি সূত্রে জানা যায়, ফেরকৃতরা দীর্ঘদিন আগে ভারতের মুম্বাই শহরের দীর্ঘদিন যাবত অবৈধভাবে অবস্থান করে কাজ করছিল। গত ৭ জন ২৫ তারিখে ভারতের পারমেল থালা পুলিশ তাদের আটক করে পুলিশ হেফাজতে রেখে ১২ জুন বিমানযোগে ১৫ জনকে শিলিগুড়ি বিমানবন্দরে নিয়ে আসে। এরপর বিএসএফের হাতে তাদেরকে হস্তান্তর করে। ভারতীয় বিএসএফ সুযোগ বুঝে শুক্রবার রাত তিনটার দিকে ১৫ জনকে পুশইন করে। বিরামপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলেও জানান বিজিবি। 

আরটিভি/এএএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission