পাইকগাছা-কয়রা সড়কে খানা-খন্দ, জনদুর্ভোগ চরমে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি, আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ , ০৪:২৫ পিএম


পাইকগাছা-কয়রা সড়কে খানা-খন্দ, জনদুর্ভোগ চরমে
ছবি: আরটিভি

খুলনার পাইকগাছা-কয়রা সড়কের দেবদুয়ার থেকে বড়দাল ব্রিজ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার অংশে পিচ উঠে গিয়ে তৈরি হয়েছে অসংখ্য খানাখন্দ। এতে ওই সড়কে চলাচলে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে হাঁটুসমান পানি জমে চলাচলের অযোগ্য হয়ে পড়ে রাস্তাটি।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের কাঁটাখালী বাজার থেকে চাঁদখালী বাজার পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার সড়কের মধ্যে তিন কিলোমিটার জায়গায় পিচ, ইট, খোয়া উঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে। খানাখন্দে পানি জমে থাকায় পথচারীদের কাপড়চোপড় নোংরা হয়ে যাচ্ছে। বাড়ছে দুর্ঘটনার আশঙ্কাও।

প্রতিদিন এই সড়ক দিয়ে শত শত বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। পাশাপাশি অসংখ্য মানুষও এ পথে যাতায়াত করে। খানাখন্দের কারণে প্রায়ই ভ্যান, মোটরসাইকেলসহ ছোট যানবাহনের দুর্ঘটনা ঘটছে।

বিজ্ঞাপন

সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান মন্টু বলেন, একদিন বৃষ্টি হলেই রাস্তায় হাঁটুসমান ময়লাযুক্ত পানি জমে যায়। পানি শুকাতে মাসের পর মাস লেগে যায়। এ কারণে দুর্ঘটনাও বাড়ছে।

স্থানীয় বাসিন্দা তোরাব আলী খান বলেন, রাস্তাটি এতটাই খারাপ যে, চলাচল করাই অসম্ভব হয়ে পড়েছে। কোনো প্রসূতি মাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে গেলে রাস্তায় সন্তান প্রসব হওয়ার আশঙ্কা তৈরি হয়।

বিষয়টি নিয়ে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) খুলনার নির্বাহী প্রকৌশলী মো. তানিমুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission