আলোচনা ছাড়াই কমিটি দিয়ে বিপাকে এনসিপি নেতা

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১০ জুন ২০২৫ , ০৩:৪৭ পিএম


আলোচনা ছাড়াই কমিটি দিয়ে শোকজ লেটার পেলেন এনসিপি নেতা
ছবি: সংগৃহীত

দলীয় কোনো পর্ষদে আলোচনা না করেই নিজ উদ্যোগে সার্চ কমিটি দিয়ে তোপের মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক জোবাইরুল হাসান আরিফ। ব্যক্তিগত ওই কমিটি বাতিলের পাশাপাশি আরিফকে শোকজ লেটার দিয়েছেন কেন্দ্রীয় সংগঠন।

বিজ্ঞাপন

সোমবার (৯ জুন) এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা চিঠিতে এ শোকজ দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ৬ জুন তারিখে চট্টগ্রাম দক্ষিণ জেলা সমন্বয় কমিটি গঠনের জন্য পার্টি প্যাডে আপনার স্বাক্ষরিত ও অনুমোদিত একটি ‘সার্চ কমিটি’ রাজনৈতিক পর্ষদের নজরে এসেছে। ‘অঞ্চল তত্ত্বাবধায়ক’ হিসেবে এই ধরনের কোনো সার্চ কমিটি গঠনের এখতিয়ার আপনার নেই। আপনাকে কেন্দ্র থেকে এমন কোনো নির্দেশনাও দেওয়া হয়নি। অতএব, পার্টি প্যাডে আপনার স্বাক্ষরিত ও অনুমোদিত চট্টগ্রাম দক্ষিণ জেলা সার্চ কমিটি এখতিয়ার ও সাংগঠনিক নীতিবহির্ভূত হওয়ায় সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর নির্দেশনা মোতাবেক বাতিল ঘোষণা করা হলো।

বিজ্ঞাপন

চিঠিতে আরও বলা হয়, এখতিয়ার বহির্ভূতভাবে সার্চ কমিটি গঠন এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করার দায়ে কেনো আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার লিখিত ব্যাখ্যা আগামী তিন দিনের মধ্যে রাজনৈতিক পর্ষদের নিকট প্রেরণ করার জন্য নির্দেশনা দেওয়া হলো।

আরটিভি/এসএইচএম

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission