উড়ে গেছে মুরগির খামা, অন্ধকারে বিভিন্ন গ্রাম

স্টাফ রিপোর্টার (ঠাকুরগাঁও), আরটিভি নিউজ

সোমবার, ১৯ মে ২০২৫ , ০৮:২৩ পিএম


ঠাকুরগাঁওয়ে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, অন্ধকারে বিভিন্ন গ্রাম
ছবি: আরটিভি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে হঠাৎ ঝড়ে বেশ কয়েকটি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিধ্বস্ত হয়েছে কাঁচা ঘরবাড়ি। উড়ে গেছে মুরগির খামার। উপড়ে পড়েছে বেশ কয়েকটি বৈদ্যুতিক খুঁটি। রাত থেকে বিদ্যুৎহীন হয়ে পড়েছে কয়েকটি গ্রাম। ক্ষতি হয়েছে বিভিন্ন ফসলের জমি। 

বিজ্ঞাপন

রোববার (১৯ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলার বিভিন্ন এলাকার উপর দিয়ে প্রবল বেগে ঝড় বয়ে যায়। এতে বেশ ক্ষয়ক্ষতি হয়। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ভোমরাদহ ও কোষারাণীগঞ্জ ইউনিয়নের সেনুয়া বাঁশবাড়ি, কাচন ও দুবড়া গ্রামে। ওই তিনটি গ্রামের অর্ধশতাধিক কাঁচা বাড়ি ঘর ভেঙ্গে যায়। এ সময় দুবড়া এলাকার চোখা মিয়া নামে এক উদ্যোক্তার একটি মুরগির খামার লন্ডভন্ড হয়ে যায়। মারা যায় ওই খামারের প্রায় ১৪শ মুরগি। এদিকে ভেঙ্গে ও উপড়ে পড়েছে অসংখ্য বিভিন্ন প্রজাতির গাছ। ঝড়ে পড়েছে গাছের কাঁচা আম ও লিচু। ন্যুয়ে পড়েছে বোরো ধান ও ভুট্টার ক্ষেত। এ সময় উপজেলার বিভিন্ন এলাকায় ৬টি বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়েছে। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে কয়েকটি ইউনিয়নের বিভিন্ন গ্রাম। খোলা আকাশের নিচে অবস্থান করছেন বাড়ি-ঘর ভেঙ্গে পড়া পরিবারের লোকজন।

বিজ্ঞাপন

নিয়ামতপুর গ্রামের হরি গোপাল রায় বলেন, কাইল (গতকাল) সন্ধ্যা থেকে কারন্টে নাই। অন্ধকারে আছি, কখন যে অসিবে (আসবে) ঠিক নাই।

51b1aed8-59c7-4a9d-a013-9db3cc61914b

পীরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম জানান, ঝড়ে ওই দুইটি ইউনিয়নের ৩০ থেকে ৩৫টি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বেগম জানান, ঝড়ে বেশ কিছু ধান, ভুট্টা, আম ও লিচুসহ অন্যান্য ফসলে বেশ ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে কাজ চলছে।

বিজ্ঞাপন

ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির পীরগঞ্জ জোনাল অফিসের উপ মহাব্যবস্থাপক মোহাম্মদ আলমগীর হোসেন মুসলেমী জানান, ঝড়ে বেশ কিছু বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে যায়। মেরামত করে রাতেই শহর এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল করা গেলেও কিছু কিছু এলাকায় এখনও চালু করা সম্ভব হয়নি। দ্রুত বিদ্যুৎ সরবরাহ দিতে কাজ চলছে।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission