রাঙ্গামাটিতে ভেঙে ফেলা হচ্ছে বঙ্গবন্ধুর ভাস্কর্য

রাঙ্গামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ 

শনিবার, ১৭ মে ২০২৫ , ০২:৩৬ এএম


রাঙ্গামাটিতে ভেঙে ফেলা হচ্ছে বঙ্গবন্ধুর ভাস্কর্য
ছবি: আরটিভি

রাঙ্গামাটি শহরের ভেদভেদী সার্ভার স্টেশন এলাকায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাস্কর্যটি ভেঙে ফেলা হচ্ছে। 

বিজ্ঞাপন

শুক্রবার (১৬ মে) বিকেল থেকে ভাস্কর্যটি ভাঙতে শুরু করে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতার রাঙ্গামাটি জেলার সদস্যরা। 

এর আগে শেখ মুজিবর রহমানের ভাস্কর্য অপসারণ চেয়ে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছিল বিক্ষোভকারীরা।

বিজ্ঞাপন

শুক্রবার বিকেলে শহরের ভেদভেদী বাজার থেকে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার ব্যানারে ‘মার্চ ফর ফ্যাসিবাদী আইকন’ কর্মসূচি শুরু করা হয়। মিছিলটি সার্ভার স্টেশনের সামনে এসে ৩ ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করে। প্রশাসনের কোনো প্রতিক্রিয়া না পেয়ে নিজেরাই ফ্যাসিবাদী আইকন শেখ মুজিবর রহমানের ভাস্কর্য ভাঙার কাজ শুরু করে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। 

আন্দোলনকারী রাঙ্গামাটি সরকারি কলেজের গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. ইমাম হোসাইন বলেন, সারাদেশের কোথাও ফ্যাসিবাদীর মূর্তি বা ভাস্কর্য নেই কিন্তু আমাদের রাঙ্গামাটিতে রয়ে গেছে। এ ভাস্কর্য অপসারণের জন্য আমরা দীর্ঘ ৯ মাস প্রশাসনকে অনুরোধ করেছি, কথা বলেছি। কিন্তু তারা বারবার আশ্বাস দিলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। গত ৩ দিন আগেও আমরা প্রশাসনকে এ ফ্যাসিবাদের মূর্তি অপসারণের জন্য ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম। কিন্তু তাদের নির্লিপ্ততার কারণে আজ রাঙ্গামাটির আপামর ছাত্র-জনতা নিজেরাই এই মূর্তি অপসারণের কাজ শুরু করেছে। 

জাতীয় নাগরিক পার্টি রাঙ্গামাটি জেলার সদস্য ওয়াহিদুজ্জামান রোমান বলেন, আমরা ৩ ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করার পরও প্রশাসনের পক্ষ থেকে কোনো সাড়া পাইনি। তাই আমরা এই মূর্তি অপসারণের কাজ শুরু করেছি। এই মূর্তি অপসারণের মাধ্যমে রাঙ্গামাটি কলঙ্কমুক্ত হলো। এই আন্দোলন শুধু একটি মূর্তির বিরুদ্ধে নয় এটি স্বৈরতন্ত্র, আধিপত্যবাদ এবং দমন পীড়নের বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদ।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission