পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু 

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ , ১১:৪৯ এএম


আনোয়ারায় পাহাড় ধসে নিহত ২

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কেইপিজেড  এলাকায় পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। এঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুজন। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১ মে)  সকাল ১০টায় কেইপিজেডের পুরাতন ইটের টিলা এলাকায় এ ঘটনা ঘটে।  

নিহতরা হলেন, উপজেলার বৈরাগ ৮ নম্বর ওয়ার্ডের মাওলানা নুরুজ্জামানের বাড়ির রহিমের ছেলে রোহান (১২), এমরানের ছেলে মিজবাহ (১২)।  আহতরা হলেন, একই এলাকার মুসতাকের ছেলে সিয়াম (১১) ও হাশেমের ছেলে সিফাত (১২)। 

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে কেইপিজেড শিল্পকারখানার ভেতরে একটি পাহাড়ে পাখি ধরতে গিয়েছিল এই চার শিশু। এসময় হঠাৎ পাহাড় ধসে পড়ে। পরে চাপা পড়া অবস্থায় তাদের উদ্ধার করে আনোয়ারা উপাজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চারজনের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। বাকি দুজনকের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, গুরুতর আহত অবস্থায় সকালে চার জনকে হাসপাতালে আনা হয়েছে। পরীক্ষা নিরীক্ষার পর দু'জনের মৃত ঘোষণা করা হয়েছে। বাকি দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতারে রেফার্ড করা হয়েছে। 

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তহমিনা আকতার বলেন, চার বন্ধু মিলে পাহাড়ে পাখি ধরার চেষ্টা করে এ সময় তারা পাহাড়ের নরম মাটিতে পা দিলে তারা চার বন্ধু পড়ে যায় এসময় পাহাড়ের মাঠি তাদের কে চাপা দিলে ঘটনাস্থলে দুই জন নিহত হয়। অপরদুইজনকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

বিজ্ঞাপন

আরটিভি/এমএ

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission