মানসিক প্রতিবন্ধী বৃদ্ধার শরীর ঝলসে দিলো প্রতিবেশী

কুমিল্লা (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫ , ০১:২৮ এএম


মানসিক প্রতিবন্ধী বৃদ্ধার শরীর ঝলসে দিলো প্রতিবেশী
ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে গাছ থেকে বরই পাড়াকে কেন্দ্র করে গরম পানি দিয়ে মানসিক প্রতিবন্ধী এক বৃদ্ধার শরীর ঝলছে দিয়েছে প্রতিবেশী।

বিজ্ঞাপন

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সদর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত মানসিক প্রতিবন্ধী বৃদ্ধা জাহানারা বেগম (৭০) উপজেলার ডুমুরিয়া গ্রামের মনসুর আলীর মেয়ে। অভিযুক্ত পলি আক্তার (২০) ও তার ছোট ভাই শরীফ (১৫) একই গ্রামের মোশারফ হোসেনের সন্তান। 

বিজ্ঞাপন

জানা গেছে, বৃদ্ধা জাহানারা বেগম দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন। শুক্রবার দুপুরে জাহানারা বেগমের অনুমতি ছাড়া গাছ থেকে বরই পেড়ে নিয়ে যায় পাশের বাড়ির মোশারফ হোসেনের মেয়ে পলি আক্তার। বিষয়টি জানতে পেরে জাহানারা বেগম তার প্রতিবেশী পলি আক্তারকে গালমন্দ করতে থাকেন। একপর্যায়ে পলি আক্তার ও তার ছোটভাই শরিফ চুলা থেকে উত্তপ্ত গরম পানি এনে জাহানারা বেগমের শরীরে ঢেলে দেয়। এতে তার মুখ ও শরীর ঝলসে যায়। 

ঘটনা জানাজানি হলে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরে ওই বৃদ্ধার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জাহানারা বেগমকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

বৃদ্ধা জাহানারা বেগমের পরিবারের অভিযোগ, এর আগেও মোশারফ ও তার পরিবারের লোকজন প্রতিবন্ধী জাহানারাকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছিল। 

বিজ্ঞাপন

অভিযুক্ত পলি আক্তারের বাবা মোশারফ হোসেন বলেন, ছেলে মানুষ না বুঝে করে ফেলেছে। আমি নিজেই এখন জাহানারা বেগমকে চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাচ্ছি। 

বিজ্ঞাপন

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission