সিলেটে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বঙ্গুবন্ধুর ম্যুরাল

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫ , ১২:২৮ এএম


সিলেটে গুড়িয়ে দেওয়া হয়েছে বঙ্গুবন্ধুর ম্যুরাল
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণার প্রতিবাদে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ম্যুরাল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা।

বিজ্ঞাপন

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সিটি করপোরেশনের বুলডোজার নিয়ে ম্যুরাল গুঁড়িয়ে দেওয়া হয়।

পরে রাত সাড়ে ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সহসমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বলেন, সিলেটে জেলা প্রশাসন কার্য়ালয়ে থাকা শেখ মুজিবের ম্যুরাল গুড়িয়ে দেওয়ার কাজ চলছে। ছাত্র-জনতাসহ সবার উপস্থিতিতে এটি চলছে। এটার পর সাস্টের (শাহজালাল বিশ্ববিদ্যালয়) মুর‌্যাল গুড়িয়ে দেওয়া হবে। 

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. শের মাহবুব মুরাদ বলেন, আমরা খোঁজ নিচ্ছি। 

এ ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার মুখপাত্র মালেকা খাতুন সারা বলেন, আজ সকাল থেকেই আমাদের কর্মসূচি চলছে। জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে সংঘটিত সকল হত্যা-গুম-নির্যাতন ইত্যাদির ভিডিও প্রদর্শনী চলছে। রাতে বিক্ষোভে অংশ নেওয়া ছাত্র-জনতা সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেখ মুজিবের মূর্তি ভাঙে। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে স্থাপিত শেখ মুজিবের আরেকটি মূর্তি রয়েছে। রাতেই আমরা এটা শেষ করে ওইটা গিয়ে গুঁড়িয়ে দেব। 

এর আগে, গত ৯ জানুয়ারি দুপুরে ‘তৌহিদী জনতার’ ব্যানারে সিলেট জেলা প্রশাসক কার্যালয় থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল সরানোর দাবি ওঠেছিল। বিক্ষোভ মিছিল পরবর্তীতে সমাবেশ থেকে তিন দিনের মধ্যে ম্যুরাল সরিয়ে নেওয়ার আল্টিমেটাম দিয়েছিলেন নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission