সাগর পথে ইতালি যেতে গিয়ে প্রাণ গেল সুমনের

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫ , ০৬:৪২ পিএম


সাগর পথে ইতালি যেতে গিয়ে প্রাণ গেল সুমনের
ছবি: সংগৃহীত

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে অসুস্থ হয়ে সুমন মিয়া (৪৩) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় তাদের আত্মীয় সানী আহমেদের মাধ্যমে সুমনের মৃত্যুর খবরটি নিশ্চিত হন পরিবার।

বিজ্ঞাপন

শুক্রবার (৩১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন।

নিহত সুমন মিয়া কিশোরগঞ্জের ভৈরব উপজেলা পৌর শহরের লক্ষ্মীপুর মহল্লার মাহমুদ হোসেনের ছেলে। তার স্ত্রী ও জমজ ছেলে-মেয়েসহ পরিবারে ৪ সদস্য রয়েছেন।

বিজ্ঞাপন

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, চার মাস আগে ইতালি যেতে স্থানীয় এক দালালের মাধ্যমে লিবিয়ায় পাড়ি দেয় সুমন মিয়া। গত ২৪ জানুয়ারি সেখান থেকে ২৫ জনের একটি গ্রুপ মিলে বোটে করে ভূমধ্যসাগর পাড়ি দিতে রওনা দেন। যাত্রাপথে সুমনসহ আরও কয়েকজন বোটে অসুস্থ হয়ে পড়েন। বোটটি মাল্টায় পৌঁছালে বোটে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। এ সময় সবাই বোট থেকে নেমে গেলেও সুমনকে মৃত অবস্থায় পাওয়া যায়।

সুমনের মৃত্যুর বিষয়টি ৪দিন পর জানতে পারেন তার পরিবার। সুমনের পরিবারে চলছে এখন শোকের মাতম।

নিহত সুমনের স্ত্রী পলি বেগম ও পরিবারের সদস্যদের দাবি সুমনের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন বলেন, যারা অবৈধ পথে মৃত্যুবরণ করে তাদের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করে সহযোগিতা করে থাকে প্রশাসন। এদিকে দালালদের শাস্তির আওতায় আনতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অবগত করা হয়। মরদেহ ফিরে পেতে নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission