ভারত থেকে আখাউড়ায় পৌঁছেছে আরও পাঁচ টন ডাল

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫ , ০১:০২ এএম


ভারত থেকে আখাউড়ায় পৌঁছেছে আরও পাঁচ টন ডাল
ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রথমবারের মতো পাঁচ টন ডাল আমদানি পর এবার আরও পাঁচ টন ডাল আমদানি করা হয়েছে। এতে প্রতিকেজি ডাল আমদানি খরচ পড়েছে ১০৯ টাকা।

বিজ্ঞাপন

বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে ভারতীয় একটি ট্রাকে করে এসব ডাল বাংলাদেশে প্রবেশ করলে বন্দর এলাকায় নামিয়ে রাখা হয়। ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান এশিয়া ট্রেড ইন্টারন্যাশনাল টনপ্রতি ৯০০ ডলারে এসব ডাল আমদানি করেছে। সিঅ্যান্ডএফ ছিল আখাউড়ার মেসার্স আদনান ট্রেড ইন্টারন্যাশনাল। রপ্তানিকারক হলো- ভারতের কলকাতার এমক্সটিম প্রাইভেট লিমিটেড।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রমজানকে সামনে রেখে ডাল আমদানি করা হচ্ছে। বাজারে ভালো দর পাওয়া গেলে ও চাহিদা থাকলে নিয়মিত ডাল আমদানির আশা করা হচ্ছে। এছাড়া অন্যান্য পণ্যও আনার চিন্তা করছেন ব্যবসায়ীরা। এর মধ্যে গত ৬ জানুয়ারি ভারত থেকে পাঁচ টন জিরা আসে, যা চলতি অর্থবছরে প্রথমবারের মতো আমদানির ঘটনা।

বিজ্ঞাপন

দুই দফায় ১০ টন ডাল আমদানির বিষয়টি নিশ্চিত করে মেসার্স আদনান ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. আক্তার হোসেন জানান, দুই দফায় ত্রিপুরার স্থানীয় বাজার থেকে ডাল আমদানি করা হয়েছে। রমজানকে সামনে রেখে ডালসহ আরও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission